বুধবার জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে অন্তত তিনজন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের এক এসএইচও এবং একটি মেয়েও। সংঘর্ষে নিহত হয়েছে এক জঙ্গি। দু'পক্ষের মধ্যে গোলাগুলি চলছে এখনও। ওই অঞ্চল ঘিরে ফেরা হয়েছে।
কেন্দ্রীয় বাহিনীর তরফে বিবৃতিতে বলা হয়েছে, সিআরপিএফ এর বি/ ১১৬ বিএন দলএরে ওপর এবং জম্মু কাশ্মীর পুলিশের ওপর চড়াও হয় মোটর সাইকেলে আসা জঙ্গিদের দল। আহতদের জঙ্গলাদ মান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, সোমবার রাতে জম্মু কাশ্মীরের পুঞ্চ এলাকার নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে পাক সেনাবাহিনী। তাতেই মঙ্গলবার নিহত হয় ২৮ বছরের এক ভারতীয় জওয়ান। কেন্দ্রিয় প্রতিরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে নিহত জওয়ানের নাম লান্স নাইক মহম্মদ জাভেদ।
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় বড়সড় জঙ্গি হামলা হয়। এ হামলায় ৪০ জনের মতো জওয়ান প্রাণ হারান। যে ঘটনায় তোলপাড় হয় গোটা দেশে। হামলার দায় স্বীকার করে জইশ-এ-মহম্মদ। এ ঘটনার পরই বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারত।