করোনা আক্রান্ত হয়ে দেশে মৃত্য়ু হল এক সিআরপিএফ কর্মীর। ৫৫ বছর বয়সী এক সিআরপিএফ কর্মী ভাইরাসে আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছেন বলে সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন আধিকারিকরা। এই প্রথম কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) কোনও কর্মীর মৃত্য়ু হল করোনায়। উল্লেখ্য়, অতিমারী করোনা পরিস্থিতিতে প্রায় ১০ লক্ষ সিএপিএফ কর্মী কর্মরত রয়েছেন।
এ প্রসঙ্গে এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ''করোনা সংক্রমণের জেরেই মঙ্গলবার ৫৫ বছর বয়সী এক কর্মীর মৃত্য়ু হয়েছে। দিল্লিতে ৩১নং ব্য়াটেলিয়নে কর্মরত ছিলেন তিনি''। জানা গিয়েছে, মৃত সিআরপিএফ কর্মী অসমের বরপেটার বাসিন্দা। ডায়াবেটিস, হাইপারটেনশনে ভুগছিলেন তিনি।
আরও পড়ুন: ‘রোগীর হাঁচি-কাশির আগেই নমুনা সংগ্রহ করতে হয়, ডাক্তারদের জন্য় ঝুঁকিপূর্ণ কাজ’
ওই ব্য়াটেলিয়নের আরও ৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। বিএসএফ ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মীদের অনেকেও করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে। তাঁদের মধ্য়ে কয়েকজন করোনামুক্ত হয়েছেন।
এদিকে, দেশে করোনায় মৃতের সংখ্য়া হাজার ছুঁইছুঁই। ভারতে করোনায় মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ৯৩৭। দেশে করোনায় আক্রান্ত বেড়ে হয়েছে ২৯ হাজার ৯৭৪। ভারতে করোনায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২৬ জন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন