Advertisment

Binod Kumar Singh IPS Officer: খোদ IPS-এর বিরুদ্ধেই বিমানবন্দরে শ্লীলতাহানির অভিযোগ, বিরাট অভিযোগে শাস্তির খাঁড়া

মহিলা কর্মচারী তাঁর অভিযোগে বলেছেন, 'তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন ওই সিনিয়ার আইপিএস'।

author-image
IE Bangla Web Desk
New Update
CRPF officer shifted, CRPF officer alleged harassment, CRPF officer harassment, CRPF, Indian express news, current affairs

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সিংয়ের সাথে যোগাযোগ করলে, তিনি "মানসিক যন্ত্রণায়" ছিলেন বলে মন্তব্য করতে অস্বীকার করেন।

বিমানবন্দরে মহিলা কর্মীর সঙ্গে 'দুর্ব্যবহারের' অভিযোগ। অভিযোগের পর মহিলার কাছে ক্ষমা চেয়েছেন আইপিএস অফিসার বিনোদ কুমার সিং। বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্তও হয়েছে। তবে ওই আইপিএস ক্ষমা চাওয়ার পর ওই মহিলা অভিযোগ প্রত্যাহার করে নেন। বিনোদ কুমার সিং ১৯৯৪ ব্যাচের আইপিএস। তাকে কিছুদিন আগে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ADG হিসাবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বে থাকাকালীন তাঁর বিরুদ্ধে গুয়াহাটি বিমানবন্দরে এক মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ আনেন।

Advertisment

গত বছর জুনে ডেপুটেশনে সিআরপিএফ-এ এডিজি হিসাবে যোগদান করেছিলেন। তাকে বাহিনীর উত্তর পূর্ব জোনের বিশেষ ডিজির দায়িত্ব দেওয়া হয়। এদিকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগেরভিত্তিতে এখন তাঁকে প্যারেন্ট ক্যাডারে বদলি করা হয়েছে। ঘটনাটি চলতি বছর ১৭ মার্চ।

গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দরে এক মহিলা কর্মচারী তাঁর বিরুদ্ধে তাকে শ্লীলতাহানির অভিযোগ আনেন। মহিলা কর্মচারী তাঁর অভিযোগে বলেছেন, 'তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন ওই সিনিয়ার আইপিএস। এরপরই মহিলা বিমানবন্দরের আধিকারিকদের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ করেন। শুরু হয় বিভাগীয় তদন্ত। পুলিশের প্রাথমিক তদন্তে, মহিলার অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে। এদিকে ঘটনার পর আইপিএস বিনোদ কুমার সিং WhatsApp কলে সেই ঘটনার জন্য ক্ষমা চাইলে মহিলা তার অভিযোগ প্রত্যাহার করে নেন।

উত্তরপ্রদেশ সরকারের কাছে ভি কে সিং একজন দক্ষ আইপিএস হিসাবেই পরিচিত। সরকারের বিশ্বস্ত আমলাদের মধ্যে তাকে গণ্য করা হয়। তিনি ইউপিতে এডিজি সিকিউরিটি পদেও কাজ করেছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ের ওএসডিও ছিলেন।

molestation IPS
Advertisment