Advertisment

কিউবা বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

কিউবায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। শুক্রবার বিমান দুর্ঘটনায় প্রায় ১০০ জনেরও বেশি যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
cuba plane crash

কিউবার হাভানায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

শুক্রবার কিউবায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে বলে জানা গেছে। হাভানা থেকে হোলগুন যাওয়ার পথে টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। বিমানটিতে পাঁচজন শিশু ও নজন বিমানকর্মীসহ ১০৫ জন ছিলেন বলে খবর। এঁদের মধ্যে তিনজন মহিলা এখনো জীবিত বলে জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট, যদিও সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, ওই তিনজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে জোরকদমে।

Advertisment

স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ হাভানা থেকে বিমানটি উড়েছিল বলে জানানো হয়েছে। বিমানে যাত্রীদের মধ্যে অধিকাংশরাই কিউবার বাসিন্দা বলে সে দেশের সরকার জানিয়েছে। পাঁচ জন যাত্রী অন্য দেশের বলে জানানো হয়েছে।

A plane carrying 105 passengers crashed after taking off from Havana. Track the latest news here in English.

আরও পড়ুন, ফের বিমান দুর্ঘটনা, ভেঙে পড়ল আলজেরিয়া সেনাবাহিনীর বিমান

মেক্সিকোর পরিবহণ দফতর সূত্রে জানানো হয়েছে, টেক-অফের সময় বিমানে কিছু গোলযোগ ধরা পড়ে, তারপরই বিমানটি নীচের দিকে নেমে আসে।

আরও পড়ুন, তাজিকিস্তানে ভূমিকম্প! কম্পন অনুভূত দিল্লিসহ উত্তর ভারতেও

বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছে সে দেশের সরকার। কিউবায় জাতীয় পতাকা শনিবার সকাল ছটা থেকে রাত বারোটা পর্যন্ত অর্ধনমিত অবস্থায় রাখা থাকবে বলে সরকারের তরফে ঘোষণা করা হয়েছে।

International news plane crash
Advertisment