Advertisment

Kuno National Park: আরও সমৃদ্ধ ভারতের বন্যপ্রাণ, কুনো জাতীয় উদ্যান দাপাতে জন্ম তিন চিতা শাবকের

Namibian Cheetah Jwala: গত মার্চ মাসে নামবিয়ান চিতা জ্বালা চারটি বাচ্চার জন্ম দিয়েছিল। তবে তাদের মধ্যে মাত্র একটিকে বাঁচানো সম্ভব হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
cubs born namibian cheetah kuno national park , নামবিয়ান চিতা জ্বালা কুনো জাতীয় উদ্যানে তিন শাবকের জন্ম দিয়েছে

Cheetah: নামবিয়ান চিতা জ্বালা দ্বিতীয়বার মা হল।

3 Cheetah Cubs Kuno National Park: নতুন বছরের শুরুতেই চিতা আশা তিন শাবকের জন্ম দিয়েছিল মধ্য প্রদেশের কুনো জাতীয় উদ্যানে। ফের সুখবর। এবার নামিবিয়ান চিতা জ্বালা তিনটি শাবকের জন্ম দিয়েছে। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এক্স হ্যান্ডেলে সদ্যজাত তিন চিতা শাবকের ছবি শেয়ার করেছেন। অর্থাৎ, জানুয়ারিতে এই নিয়ে মোট ৬ চিতা শাবক জন্ম নিল কুনো জাতীয় উদ্যানে।

Advertisment

কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'কুনোয় নতুন শাবক এল! নামিবিয়ান চিতা জ্বালা তিনটি শাবকের জন্ম দিয়েছে। এর কয়েক সপ্তাহ আগেই আশা নামক আরেকটি নামিবিয়ান চিতাও সন্তানের জন্ম দিয়েছিল। সকল বন্যপ্রাণ প্রেমী ও যোদ্ধাদের অভিনন্দন।'

আরও তিন শাবক জন্ম নেওয়ায় কুনোর জঙ্গলে চিতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১-এ।

গত মার্চ মাসে নামবিয়ান চিতা জ্বালা চারটি বাচ্চার জন্ম দিয়েছিল। তবে তাদের মধ্যে মাত্র একটিকে বাঁচানো সম্ভব হয়।

আরও পড়ুন- Ayodhya Ram Temple Darshan: বালক রামকে দেখতে অযোধ্যায় ভক্তদের ভিড়, সাধারণের জন্য খুলে গেল মন্দিরের দ্বার

২০২২ সালের ১৭ সেপ্টেম্বরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে প্রথমবার কুনো জাতীয় উদ্যানে ৮টি নামিবিয়ার চিতা আনা হয়েছিল। দ্বিতীয় দফায় ১২টি চিতা আনা হয় দক্ষিণ আফ্রিকা থেকে। মোট ২০টি চিতার মধ্যে ৮টি চিতার মৃত্যু হয়। পরে, ২০২৩ সালে আরও ১২টি চিতা আনা হয় দক্ষিণ আফ্রিকা থেকে।

wildlife Kuno National Park Cheetah
Advertisment