Advertisment

রেকর্ড টিকাকরণ দেশে, এখনও পর্যন্ত ১৭০ কোটিরও বেশি ডোজ দেওয়া হল

সোমবার দেশে টিকাদানের সংখ্যা ৫০ লক্ষ ৪৮ হাজার ৭৭৮।

author-image
IE Bangla Web Desk
New Update
In Delhi Schools to track Covid-19 vaccination status of students, can request inoculation camps on premises

স্বাস্থ্য মন্ত্রকের জারি করা বুলেটিন অনুসারে দেশে প্রায় ১৭০ কোটির বেশি মানুষ করোনা টিকা পেয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রকের জারি করা বুলেটিন অনুসারে দেশে প্রায় ১৭০ কোটির বেশি মানুষ করোনা টিকা পেয়েছেন। সোমবার সন্ধ্যে ৭ টা পর্যন্ত দেশে প্রায় ৫০ লক্ষের বেশি টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের জারি করা বুলেটিন অনুসারে সোমবার দেশে টিকাদানের সংখ্যা ৫০ লক্ষ ৪৮ হাজার ৭৭৮। সেই সঙ্গে ১.৫২ কোটির বেশি বুস্টার ডোজ দেওয়ার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।

Advertisment

২০২১সালের ১৬ জানুয়ারি সারা দেশ জুড়ে শুরু হয় কোভিড টিকা দেওয়ার কাজ। অন্যদিকে ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হয় ফ্রন্টলাইন ওয়ার্কারদের (FLWs) টিকা দেওয়ার কাজ। পরবর্তী ধাপে ১লা  মার্চ দেশব্যাপী ষাটোর্ধ এবং কোমর্বিডিটি যুক্ত ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিদের শুরু হয় টিকাদানের কাজ। সেই সঙ্গে ১ লা এপ্রিল থেকে চালু হয় ৪৫ ঊর্ধ্ব সকলের জন্য টিকাদান কর্মসূচী। পরবর্তী ধাপে ১ লা মে থেকে ১৮ ঊর্ধ্ব সকলের জন্য টিকাদান কর্মসূচী চালু করা হয়। চলতি বছর ৩রা জানুয়ারি থেকে শুরু হয় ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য টিকা দেওয়ার কাজ।

সেই সঙ্গে ১০, জানুয়ারি থেকে শুরু হয় সারা দেশে বুস্টার ডোজ দেওয়ার কাজ। টিকাদানের ওপর ভর করেই ওমিক্রন যুদ্ধে আজ অনেকটাই এগিয়ে ভারত। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৫৯৭ জন। কিন্তু উদ্বেগ বাড়িয়ে ফের হাজারের উপরে মৃত্যু হল দেশে। তার মধ্যে সিংহভাগই কেরলের। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১,১৮৮ জনের। তার মধ্যে ৭৩৩ জন শুধু কেরলের।

একই সঙ্গে বঙ্গেও নিন্মমূখী করোনা গ্রাফ। স্বাস্থ্য দফতরের প্রকাশিত সোমবার সন্ধ্যার পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৬৪১ জন। গতদিন এই পরিসংখ্যান ছিল ৮৩৫। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট কোভিড আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৫১৩ জন। দৈনিক সুস্থতার সংখ্যা ১ হাজার ৭৭২ জন। গতদিন যা ছিল ২ হাজার ০৮৩ জন। শতাংশের বিচারে বেড়েছে সুস্থতার হার (৯৮.১২%)।

Advertisment