দিল্লিতে আজ রাত থেকে লকডাউন, জারি আগামী সোমবার পর্যন্ত, ঘোষণা কেজরিওয়ালের

'স্বাস্থ্য পরিষেবা যাতে ভেঙে না পড়ে তার জন্য এই ছোট লকডাউন। যেভাবে সংক্রমণ মাত্রা ছাড়াচ্ছে তার জন্য প্রয়োজন এই লকডাউন।'

'স্বাস্থ্য পরিষেবা যাতে ভেঙে না পড়ে তার জন্য এই ছোট লকডাউন। যেভাবে সংক্রমণ মাত্রা ছাড়াচ্ছে তার জন্য প্রয়োজন এই লকডাউন।'

author-image
IE Bangla Web Desk
New Update
delgi lockdown kejriwal

'স্বাস্থ্য পরিষেবা যাতে ভেঙে না পড়ে তার জন্য এই ছোট লকডাউন। যেভাবে সংক্রমণ মাত্রা ছাড়াচ্ছে তার জন্য প্রয়োজন এই লকডাউন।'

মাত্রা ছাড়া দৈনিক সংক্রমণ। এর জেরে সোমবার রাত থেকে আগামী এক সপ্তাহের জন্য দিল্লিতে কার্ফু জারি করল কেজরিওয়াল সরকার। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জনতার কাছে আর্জি জানান, 'স্বাস্থ্য পরিষেবা যাতে ভেঙে না পড়ে তার জন্য এই ছোট লকডাউন। যেভাবে সংক্রমণ মাত্রা ছাড়াচ্ছে তার জন্য প্রয়োজন এই লকডাউন।'

Advertisment

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৫,৪৬২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণের নিরিখে যা এখনও পর্যন্ত সর্বাধিক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুসারে গত পাঁচ দিনে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখেরও বেশি মানুষ। দিল্লিতে সাত দিনের কার্ফুতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রয়োজনীয় সামগ্রীর দোকান।

ভার্চুয়াল বৈঠকে কেজরিওয়াল বলেছেন, 'রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। দিল্লিতে অক্সিজেন ও কোভিড শয্যার অভাবের কথা ওনাদের জানিয়েছি। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় বাণিঝ্য ও শিল্পমন্ত্রীর কাছেও এখানে শয্যা বৃদ্ধির আবেদন করেছি।'

Advertisment

গত সপ্তাহেই করোনা সংক্রমণ মোকাবিলায় নিয়ন্ত্রণবিধি জারি করে দিল্লি সরকার। সপ্তাহান্তে কার্ফু লাগু হয়। এচাড়া শপিং মল, জিম, প্রেক্ষাগৃহ, স্পা, রেস্তোরাঁ, বার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। তাই এবার ছয় দিনের জন্য কার্ফু জারি করারই সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। অবশ্য পরিযায়ী শ্রমিকদের দিল্লি না ছাড়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

delhi Arvind Kejriwal Lockdown