গরমে নাজেহাল শহরবাসী । ফোনের ওয়েদার রিপোর্ট ফিচার বলছে বৃষ্টির দেখা নেই, বৃহস্পতিবার পর্যন্ত বাড়বে রোদের তাপ। হতাশ হবেনা না। ২৪ এপ্রিল, ভারতের আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে ২৯ তারিখ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যাবে গ্রীষ্মকালীন ঝোড়ো হাওয়া। জম্মু ও কাশ্মীরের বেশিরভাগ অংশেও রয়েছে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গ, বিহার হিমাচল প্রদেশ, ওড়িশা ও দক্ষিণের কর্ণাটকে বৃষ্টির পূর্বভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি রাজস্থানের ওপর দিয়েও বয়ে যাবে গরম ঝোড়ো হাওয়া।
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানায়, বৃহস্পতিবার শ্রীলঙ্কার দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। যা উত্তর-পশ্চিমাঞ্চলে তামিলনাড়ুর উপকূলের দিকে অগ্রসর হতে পারে এবং ২৯ এপ্রিল অর্থাৎ চতুর্থ দফায় ভোটের দিন তীব্রতর হতে পারে ঘূর্ণিঝড়।
আরও পড়ুন: এবছর স্বাভাবিক বৃষ্টিপাতের আশ্বাস আবহাওয়া দপ্তরের
হাওয়া অফিস উপকূলবর্তী এলাকায় সতর্কবার্তা জারি করেছে। দক্ষিণ বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু উপকূল বরাবর কোমরিন এলাকায় ৭০ থেকে ৮০ কিমি বেগে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে। যার ফলে ২৯ তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
ভারী বৃষ্টিপাতের ফলে তামিলনাড়ু এবং নিকটতম অন্ধ্রপ্রদেশেও তার আঁচ পড়তে পারে। কেরালা ও উপকূলীয় কর্ণাটকেও ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Read the full story in English