Cyclone Fani, Odisha & West Bengal on High Alert: কিছুটা শক্তিক্ষয় করে বাংলায় আসছে ‘ফণী’। আজ মাঝরাত থেকে কাকভোরে বাংলায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে বাংলায় আছড়ে পড়তে পারে ফণী। ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১১৫ কিমি। জানাল আলিপুর আবহাওয়া দফতর। এদিকে, ভয়াল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ওড়িশা। ঝড়ের হানায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে। ওড়িশার বিভিন্ন প্রান্তে ভেঙে পড়েছে গাছ। পুরোদমে উদ্ধারকাজে নেমেছে ওড়িশা পুলিশ।
বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলায় ঘূর্ণিঝড় আসছে। ওড়িশার মধ্য দিয়ে বাংলায় ঢুকবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। আজ মাঝরাত থেকে ভোরের মধ্যে আছড়ে পড়তে পারে ফণী। ৪ তারিখ সকালে দুর্বল হবে ঘূর্ণিঝড়। এরপর সেদিন সন্ধে থেকে রাতের মধ্যে বাংলাদেশে যাবে ফণী’’। অর্থাৎ প্রায় ২৪ ঘণ্টা বাংলায় অবস্থান করবে ফণী।
ফণীর জন্য আজ দুপুর ৩টে থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে সব বিমান ওঠানামা বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়ে গিয়েছে ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর। এদিকে ফণীর আগমনী বার্তা পাওয়ার পরেই বাতিল করে দেওয়া হয়েছে একাধিক ট্রেন। সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিমানের ভাড়া। প্রায় দশগুণ দামে বিকোচ্ছে টিকিট। আজ রাত থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ফণী সতর্কতায় কলকাতা বিমানবন্দরে আজ থেকে বিমান ওঠানামা বন্ধ
Live Blog
Cyclone Fani to Hit West Bengal and Odisha Update: ওড়িশায় আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী। বাংলায় আজ মাঝরাতে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণীঝড়। এ সংক্রান্ত সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:
ধেয়ে আসছে ভয়াল ঘূর্ণিঝড় ‘ফণী’। হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। আতঙ্কের প্রহর গুণছে ওড়িশা-সহ পুরী। তার আগেই হাওয়ার দাপটে বৃহস্পতিবার উড়ে যায় পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ছোটো ধ্বজা। ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় পুরীর জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেবের মন্দিরের চূড়ায় ১৫ ফুট লম্বা ধ্বজা সরানো হয়। পরিবর্তে রাখা হয় ৪ ফুট লম্বার ধ্বজা। সেই ছোটো ধ্বজাই এদিন উড়ে যায়। মন্দির সূত্রে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানানো হয়েছে, ওই ধ্বজা ফের লাগানো হবে। কারণ ধ্বজা না থাকলে মন্দিরে ভোগ হবে না। সবিস্তারে পড়ুন, এই প্রতিবেদনে ‘ফণী’র আগমন বার্তায় উড়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের ছোটো ধ্বজা
ফণী মোকাবিলার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে শহর কলকাতা। কলকাতা পুরসভার পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় শহর জুরে মাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় স্কুল এবং ওয়ার্ড অফিস খুলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি, বিপর্যয়ের সময় মানুষ যাতে আশ্রয় নিতে পারে সে জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান বিভাগের সবক'টি ভবন-সহ ওপেন এয়ার থিয়েটার খুলে দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মধ্যরাতে বাংলার বুকে আছড়ে পড়তে পারে ফণী।
আগামী ৯ ঘণ্টায় আরও দুর্বল হবে ঘূর্ণিঝড় ফণী। এই মুহূর্তে কলকাতা থেকে ৩৪০ কিমি দূরে রয়েছে ফণী, দিঘা থেকে দূরত্ব ২০০ কিমি, জানাল আলিপুর আবহাওয়া দফতর।
ভয়াল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ওড়িশা। ঝড়ের হানায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে। ওড়িশার বিভিন্ন প্রান্তে ভেঙে পড়েছে গাছ। পুরোদমে উদ্ধারকাজে নেমেছে ওড়িশা পুলিশ।
এ কোনও ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নয়। বরং এত দুর্যোগের মাঝেও যেন ওর আগমনে দিঘার মুখে হাসি খেলেছে। ‘ফণী’ আছড়ে পড়ার আগেই বাংলায় চোখ মেলে তাকিয়েছে আরেক ফণী, এক নবজাতক। সবিস্তারে পড়ুন, এই প্রতিবেদনে ঘূর্ণিঝড় নয়, দিঘায় এল আরেক ‘ফণী’
আজ কলকাতা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, পুরুলিয়া বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। শনিবার ওই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ৪ মে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আজ সন্ধের পর থেকেই উপকূলবর্তী জেলায় ঘণ্টা ৪০-৫০ কিমি থেকে ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামিকাল হাওয়ার বেগ আরও বাড়বে। শুক্রবার ঘণ্টায় ৬০-৭০ কিমি থেকে বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮৫ কিমি।
বাংলা হয়ে ফণী পাড়ি দেবে বাংলাদেশে। শনিবার সন্ধের পর বাংলাদেশে ঢুকবে ফণী। ৫ তারিখ থেকে বাংলায় দুর্যোগ কাটবে, জানাল আলিপুর আবহাওয়া দফতর।
কিছুটা শক্তিক্ষয় করে বাংলায় আসছে ‘ফণী’। আজ মাঝরাত থেকে কাকভোরের মধ্যে বাংলায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে বাংলায় প্রবেশ করতে পারে ফণী। ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১১৫ কিমি। এই মুহূর্তে কলকাতা থেকে ৩৭০ কিমি দূরে রয়েছে ফণী, দিঘা থেকে দূরত্ব ২২৭ কিমি, জানাল আলিপুর আবহাওয়া দফতর।
ওড়িশার পর বাংলায় ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’। আজ সকালেই ওড়িশায় আছড়ে পড়েছে ফণী। কাল কাকভোরে বাংলার বুকে আছড়ে পড়তে পারে ফণী। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তাণ্ডবের আশঙ্কায় আগামী ২ দিন নির্বাচনী সভা বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি খড়গপুর থেকে দুর্যোগ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগে সকলকে সাবধানে থাকার পরামর্শও দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে মমতার ‘ফণী’ বার্তা: সাবধানে থাকুন, পরিস্থিতির উপর নজর রাখছি
#Odisha: Several trees uprooted in #Bhubaneswar as strong winds hit the region under the influence of #CycloneFani. pic.twitter.com/JXtmoCw1Ad— ANI (@ANI) May 3, 2019
ওড়িশা ছুঁয়ে এবার ফণীর গন্তব্য বাংলা। কাল কাকভোরে ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে বাংলায় আছড়ে পড়তে পারে ফণী। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৫ কিমি। ইতিমধ্যেই কালো মেঘে ঢেকেছে কলকাতা-সহ বাংলার আকাশ, শুরু হয়েছে বৃষ্টিও। ফণীর আশঙ্কায় পুরোদমে সতর্ক প্রশাসন। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে কাকভোরে বাংলায় আসছে ফণী, তৈরি রাজ্য প্রশাসন
শুক্রবার সকাল থেকেই ‘ফণী’র তাণ্ডব শুরু হয়ে গিয়েছে প্রতিবেশী রাজ্য ওড়িশায়। প্রভাব পড়েছে শহর কলকাতাতেও। সকাল থেকেই মেঘলা আকাশ। ইতিমধ্যে শুরু হয়েছে বৃষ্টিও। এমতবস্থায় বাতিল হল শুটিং। ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘লাইমলাইট’ ছবির শুটিং বাতিল করা হল শুক্রবার। ঋতুপর্ণা সেনগুপ্ত ও জিতু কমলের একটি গানের দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু বৃহস্পতিবার ‘ফণী’র আগমনের কথা জানতে পেরেই সতর্কভাবেই বাতিল হয়েছে সেই শুটিং। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ‘ফণী’র আশঙ্কায় ঋতুপর্ণার শুটিং বাতিল
বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণী’। কলকাতায় শুরু তুমুল বৃষ্টি, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে কলকাতা থেকে ৪৩৫ কিমি দূরে রয়েছে ফণী। অন্যদিকে, ফণীর জেরে উত্তাল দিঘার সমুদ্র। দিঘা থেকে ৩৮০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড়।
ভুবনেশ্বর - (0674-2303060, 2301525, 2301625)
খুরদা রোড- (0674-2490010, 2492511, 2492611)
সম্বলপুর- (0663- 2532230, 2533037, 2532302)
বিশাখাপত্তনম – (0891- 2746255, 1072)
পুরী - 06752-225922
ভদ্রক - 06784-230827
কটক- 0671-2201865
বেরহামপুর - 0680-2229632
এই মুহূর্তে পুরী থেকে ৪০ কিমি দূরে রয়েছে ফণী। সকাল ১১টার মধ্যে যে কোনও সময়ে ওড়িশায় আছড়ে পড়তে পারে ভয়াল ঘূর্ণিঝড় ফণী। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে এমনটাই জানানো হল আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এ রাজ্যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভেঙে পড়তে পাড়ে গাছ, কাঁচা বাড়ি, বিদ্যুতের খুঁটি। কলকাতায় ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়তে পারে। তাছাড়া কলকাতায় বৃষ্টির জেরে জল জমতে পারে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিঘা, মন্দারমণি, বকখালি, শঙ্করপুর, ফ্রেজারগঞ্জ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি হাওড়া, মেদিনীপুরে ফেরি চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফে রেল ও পরিবহণ বিভাগকে ফণীর অবস্থান সম্পর্কে জানানো হয়েছে। সেইমতো পদক্ষেপ করার কথা বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে হাইওয়ে এলাকায় দৃশ্যমানতা কম থাকতে পারে বলে জানানো হয়েছে।