Advertisment

ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কিয়ার, ত্রস্ত ওমান উপকূল

কিয়ারের প্রভাবে গোয়া, কঙ্কন, কর্নাটকের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় ওই এলাকায় বৃষ্টির পরিমাণ কমেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
cyclone kyarr, কিয়ার, ঘূর্ণিঝড়, কিয়ার, কিয়ারের খবর, oman coast, ওমান উপকূল, cyclone kyarr, weather, weather forecast today, weather today, today weather, cyclone kyarr, cyclone kyarr goa, karnataka, karnataka weather, karnataka weather today, karnataka cyclone, karnataka cyclone news, konkan weather, konkan rain news, goa cyclone, goa weather today, cyclone kyarr latest news, cyclone kyarr news, cyclone kyarr update, cyclone kyarr karnataka, cyclone kyarr kerala, cyclone kyarr ratnagiri, cyclone kyarr mumbai, cyclone kyarr today news, ঘূর্ণিঝড় কিয়ার, সাইক্লোন, weather, আবহাওয়া, আবহাওয়ার খবর, কিয়ার, কিয়ারের খবর, weather forecast today, weather today, today weather, cyclone kyarr, সাইক্লোন কিয়ার, cyclone kyarr goa, karnataka, কর্নাটক, karnataka weather, কর্নাটকের আবহাওয়া, karnataka weather today, karnataka cyclone, karnataka cyclone news, konkan weather, konkan rain news, goa cyclone, goa weather today, cyclone kyarr latest news, cyclone kyarr news, cyclone kyarr update, cyclone kyarr ka

ওমান উপকূলের দিকে এগোচ্ছে সুপার সাইক্লোন কিয়ার।

Cyclone Kyarr Latest Updates: শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় ‘কিয়ার’। পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরছে সুপার সাইক্লোন। আগামী ৩১ অক্টোবর ওমান উপকূলে আছড়ে পড়তে পারে এই ভয়াল ঘূর্ণিঝড়। তবে ওমান উপকূলে আছড়ে পড়ার আগে শক্তিক্ষয় হবে কিয়ারের। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। যার ফলে কিয়ারের ভয়ঙ্কর তাণ্ডবের হাত থেকে অনেকটাই রেহাই পাবে ওই এলাকা। উল্লেখ্য, ‘গোনু’র পর কিয়ারই সবথেকে শক্তিশালী ঘূর্ণিঝড়, যা আরব সাগর হয়ে ওমান উপকূলে আছড়ে পড়তে চলেছে।

Advertisment

আরও পড়ুন: আলোর উৎসবে কলকাতায় তুবড়ি ফেটে মৃত শিশু সহ দু’জন

কিয়ারের প্রভাবে গোয়া, কঙ্কন, কর্নাটকের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় ওই এলাকায় বৃষ্টির পরিমাণ কমেছে। আগামী ১-২ দিনে দেশের মধ্য, পূর্ব ও পশ্চিমাংশে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি কেরলেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। একইসঙ্গে দক্ষিণ তামিলনাড়ু উপকূল, মালদ্বীপ এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি।

অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম আরব সাগর ও সংলগ্ন লাক্ষাদ্বীপে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Read the full story in English

rain weather
Advertisment