Advertisment

লন্ডভন্ড চেন্নাই, ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে রাজ্যে রাজনাথ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ইতিমধ্যে ত্রাণ ও উদ্ধার অভিযানে কেন্দ্রের সাহায্য চেয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
"Tamil Nadu, Andhra Pradesh and Odisha, Cyclone Michaung, chennai floods, Dravida Munnetra Kazhagam, fishermen's entry into the sea"

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ইতিমধ্যে ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য কেন্দ্র থেকে 5,060 কোটি টাকা অবিলম্বে সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন।

ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে লন্ডভন্ড গোটা চেন্নাই শহর। নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন তামিলনাড়ু এবং পুদুচেরির বিস্তীর্ণ এলাকা। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। বৃষ্টি থেমে গেলেও, জল জমে আছে চার দিকে। এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন বহু এলাকা।

Advertisment

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ইতিমধ্যে ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য কেন্দ্র থেকে 5,060 কোটি টাকা অবিলম্বে সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন। পাশপাশি তিনি তার চিঠিতে কেন্দ্রীয় দল পাঠানোরও অনুরোধ করেছেন।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে চেন্নাই রওনা হয়েছেন। তিনি তামিলনাড়ুর ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখবেন। রাজ্য সরকারের সঙ্গেও পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন।

ঘূর্ণিঝড় মিগজাউম এখন দুর্বল হয়ে পড়েছে। মঙ্গলবার অন্ধ্র উপকূলে আঘাত হানার আগে চেন্নাই সহ তামিলনাড়ুর চারটি জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে। বৃহস্পতিবারও স্কুল-কলেজ বন্ধ ছিল এবং স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়।

Chennai
Advertisment