Advertisment

Cyclone Tauktae-এর কোপে মুম্বইয়ে ডুবল জাহাজ, নিখোঁজ শতাধিক যাত্রী

ওই জাহাজে ২৭৩ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ১৪৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এখনও পর্যন্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ঘূর্ণিঝড় তাওকতের দাপটে বড়সড়ো বিপদে মুম্বই উপকূলের একটি বার্জ। ঘূর্ণিঝড়ের ধাক্কায় আরব সাগরেই উল্টে গিয়েছে 'পি ৩০৫' নামের ওই জাহাজ। জানা গিয়েছে ওই জাহাজে ২৭৩ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ১৪৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এখনও পর্যন্ত।

Advertisment

তবে এখনও ১২৭ জনকে উদ্ধার করা যায়নি। উদ্ধারের জন্য নৌবাহিনীর আইএনএস কোচি, আইএনএস কলকাতা সহ ৪টি যুদ্ধজাহাজকে কাজে লাগানো হচ্ছে। যদিও নৌসেনার পক্ষ থেকে বলা হয়েছে যে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার জন্য ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

মুম্বইয়ের নৌ সেনা ঘাঁটি থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে একাধিক হেলিকপ্টার। এছাড়াও সাগর ভূষণ ওয়েল রিগ-এ আটকে পড়েছেন ১০১ জন। তাঁদেরও উদ্ধারের চেষ্টা হচ্ছে। পাঠানো হয়েছে যুদ্ধজাহাজ আইএনএস তলওয়ার-কে।

পাশাপাশি 'গ্যাল কনস্ট্রাক্টর' নামে একটি বার্জও বিপদের মধ্যে পড়ে। সেখানে ১৩৭ জন ছিলেন। উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সিজিএস সম্রাটকে উদ্ধারকাজে পাঠানো হবে, এমনটাই জানান হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

mumbai Indian Navy Cyclone Tauktae
Advertisment