Advertisment

Pannun Murder Plot: খলিস্তানি পান্নুনকে খুনের ছক! নিখিল গুপ্তকে আমেরিকায় প্রত্যর্পণ, বিরাট নির্দেশ আদালতের

নিখিল গুপ্তার আইনজীবীরা আদালতে যুক্তি দিয়েছেন যে ভুল পরিচয়ের কারণে নিখিল গুপ্তাকে গ্রেফতার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
ALLEGED PLOT TO KILL PANNUN

খালিস্তান বিচ্ছিন্নতাবাদী গুরপতবন্ত সিং পান্নুন

খালিস্থানি নেতা পান্নুকে হত্যার ষড়যন্ত্রকারী নিখিল গুপ্তাকে আমেরিকায় প্রত্যর্পণ করা হবে বলে রায় দিয়েছে চেক প্রজাতন্ত্রের আদালত। নিখিল গুপ্তার আইনজীবীরা আদালতে যুক্তি দিয়েছেন যে ভুল পরিচয়ের কারণে নিখিল গুপ্তাকে গ্রেফতার করা হয়েছে। আইনজীবী বলেছেন, নিখিল গুপ্তার গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

Advertisment

চেক প্রজাতন্ত্রের একটি আদালত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের অনুমোদন দিয়েছে। আমেরিকা তার বিরুদ্ধে আমেরিকার মাটিতে খালিস্তানি সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্রে জড়িত অভিযোগ তোলে।

চেক প্রজাতন্ত্রের বিচার মন্ত্রকের মুখপাত্রের মতে, নিখিল গুপ্তার প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত সেদেশের আইন-বিচারবিভাগীয় মন্ত্রী পাভেল ব্লাজেকের উপর নির্ভর করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে ৩০ জুন চেক প্রজাতন্ত্রে ৫২ বছর বয়সী ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছিল। মার্কিন ফেডারেল প্রসিকিউটররা পান্নু হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনেছে নিখিল গুপ্তার বিরুদ্ধে। এর আওতায় সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

নিখিল গুপ্তার আইনজীবীরা আদালতে যুক্তি দিয়েছেন যে ভুল পরিচয়ের কারণে নিখিলকে গ্রেপ্তার করা হয়েছিল। আইনজীবী বলেছেন, নিখিল গুপ্তার গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ডিসেম্বরে নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয় নাগরিকের আপিল সত্ত্বেও প্রাগ হাইকোর্ট সেই সিদ্ধান্ত বহাল রেখেছে। বিচার মন্ত্রকের একজন মুখপাত্র ইঙ্গিত দিয়েছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত এখন আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী পাওয়েল ব্লাজেকের উপর নির্ভর করছে।
আমেরিকা কি প্রমাণ দিয়েছে?

মার্কিন আদালতে অভিযোগ সংক্রান্ত নথিতে, নিখিল গুপ্তার বিরুদ্ধে পান্নু হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার একাধিক বিবরণ শেয়ার করা হয়েছে । এর পাশাপাশি কিছু ছবিও উপস্থাপন করা হয়েছে। আমেরিকা দাবি করেছে যে 'ভাড়াটে খুনি' হিসাবে যাকে নিখিল গুপ্তা অগ্রিম টাকা দিয়েছিলেন তিনি একজন আমেরিকান এজেন্ট ছিলেন। তবে টাকা লেনদেনের ছবি সম্পর্কে নিখিল গুপ্তের আইনজীবী বলেন, ওই ছবিগুলো কিছুই প্রমাণ করে না।

Khalistan separatist Gurpatwant Singh Pannun interpol
Advertisment