Advertisment

DA hike: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর! ফের সেপ্টেম্বরেই বাড়বে ডিএ?

Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে ধোঁয়াশা অব্যাহত।

author-image
IE Bangla Web Desk
New Update
mumbai north central bjp candidate ujjwal nikam Instead of poonam mahajan, পুনম মহাজনের বদলে মুম্বই নর্থ সেন্ট্রাল লোকসভা কেন্দ্রে থেকে বিজেপি প্রার্থী উজ্জ্বল নিকম

Modi-India: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ফাইল ছবি)

DA hike and 7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর হয়তো অপেক্ষা করছে। আর, সেই সুখবর তাঁরা সেপ্টেম্বরেই পেতে পারেন। সেই সুখবর হল ডিএ বৃদ্ধি। ৩ শতাংশ থেকে ৪ শতাংশ ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সবচেয়ে বড় কথা, ডিএ বাড়লে তা জুলাই থেকে কার্যকর হবে। যাতে উপকৃত হবেন কয়েক লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী।

Advertisment

মার্চেই বেড়েছিল ডিএ এবং ডিআর

এর আগে মার্চেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়েছিল। গত মার্চে কেন্দ্রীয় সরকার মূল বেতনের ৪ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়িয়েছিল। পাশাপাশি, ৪ শতাংশ বর্ধিত ডিয়ারনেস রিলিফও (ডিআর) পেয়েছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ডিএ এবং ডিআর সরকারি কর্মী এবং পেনশনভোগীদের দেওয়া হয়। এগুলো বছরে দু'বার বাড়ে। দুই মাস পরে ঘোষণা হলেও তা জানুয়ারি এবং জুলাই থেকেই কার্যকর হয়।

More than 50 lakh rupees were recovered from New Delhi-Howrah Rajdhani Express
Rajdhani Express: কেন্দ্রীয় সরকারি কর্মীদের এক বিরাট অংশ ভারতীয় রেলে কর্মরত। (ফাইল ছবি)

৫০ শতাংশের বেশি মহার্ঘ ভাতার ক্ষেত্রে

বর্তমানে, বর্ধিত সর্বোচ্চ মহার্ঘ ভাতা মূল বেতনের ৫০ পর্যন্ত দেওয়া হচ্ছে। সপ্তম বেতন কমিশন অনুযায়ী ডিএ মূল বেতনের সঙ্গে যুক্তও হচ্ছে। তবে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ৫০ শতাংশের বেশি মহার্ঘ ভাতার ক্ষেত্রে ডিএ নাকি মূল বেতনের সঙ্গে যুক্ত হবে না। সেক্ষেত্রে ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত হওয়ার পরিবর্তে এইচআরএ-সহ অন্য ক্ষেত্রে ভাতা বাড়বে। চতুর্থ বেতন কমিশনের সময় ডিএ সর্বোচ্চ মূল বেতনের ১৭০ শতাংশে গিয়ে পৌঁছেছিল। তখনও সেই নীতিই নাকি কার্যকর হয়েছিল। এক্ষেত্রেও অষ্টম বেতন কমিশন গঠন না হওয়া পর্যন্ত তেমনটাই হতে থাকবে।

আরও পড়ুন- ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, সংরক্ষণে তফসিলিদের মধ্যে অনগ্রসর শ্রেণীকে বাড়তি গুরুত্ব 

কীভাবে ডিএ ঠিক হয়?

শিল্প সংস্থার কর্মীদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্যসূচক বা Consumer Price Index for Industrial Workers বা CPI (IW)-এর ১২ মাসের গড় বৃদ্ধির শতাংশের ভিত্তিতে ডিএ এবং ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। কেন্দ্রীয় সরকার অবশ্য প্রতিবছর ১ জানুয়ারি এবং ১ জুলাই থেকে ভাতাগুলোর পরিমাণ বাড়িয়ে দেয়। তবে, জানুয়ারি বা জুলাই থেকে সিদ্ধান্ত কার্যকর হলেও মার্চ এবং সেপ্টেম্বর বা অক্টোবরে এই ভাতার ঘোষণা করা হয়। এর মধ্যে ১৮ বছর আগে, প্রথম ইউপিএ সরকারের আমলে ২০০৬ সালে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারী কর্মচারী ও পেনশন ভোগীদের ডিএ এবং ডিআর গণনার সূত্র সংশোধন করেছিল।

অষ্টম বেতন কমিশন নিয়ে ধোঁয়াশা

বর্তমান কেন্দ্রীয় সরকার বছরে দু'বার ডিএ বাড়ালেও অষ্টম বেতন কমিশন নিয়ে ধোঁয়াশা অব্যাহত রেখেছে। যা নিয়ে ইতিমধ্যেই জোরদার জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। আগে আশা করা হয়েছিল যে, ২০২৬ সালের ১ জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠন হবে। এই ব্যাপারে কর্মীদের সংগঠনগুলো ২০২৪ সালের জুনে বর্তমান কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও করেছিল। এই আবেদনের কারণ, রীতি অনুযায়ী সরকারি কর্মীদের পারিশ্রমিক সংশোধনের জন্য কেন্দ্রীয় সরকার প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন গঠন করে।

কিন্তু, বৃহস্পতিবার সংসদে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে বলেছেন, 'সরকার আপাতত এই জাতীয় কোনও প্রস্তাব বিবেচনা করছে না।'

Central Government Employee Pension Modi Government
Advertisment