/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/da-hike-759.jpg)
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৫ শতাংশ ডিএ বাড়ানো হল। প্রতীকী ছবি।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর দিল মোদী সরকার। দীপাবলির উপহার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হল। ৫ শতাংশ ডিএ বাড়ানো হল। এর ফলে ১২ শতাংশ থেকে মহার্ঘ ভাতা বেড়ে হল ১৭ শতাংশ। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর একথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
#Cabinet कैबिनेट की बैठक में महंगाई भत्ते को 5 फीसदी बढ़ाने का निर्णय, इस फैसले से लगभग 50 लाख सरकारी कर्मचारी और 62 लाख पेंशनधारी लाभान्वित होंगे @PIB_India@PIBHindi@MIB_Hindi@airnewsalertspic.twitter.com/x84QPlN7Vr
— Prakash Javadekar (@PrakashJavdekar) October 9, 2019
আরও পড়ুন: পেনশন বাড়াল মমতা সরকার
এর ফলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন। পাশাপাশি ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। এজন্য সরকারের খরচ হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা। এদিন প্রকাশ জাভড়েকর বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মীদের জন্য ভাল খবর রয়েছে। মহার্ঘ ভাতা ৫ শতাংশ বাড়ানো হচ্ছে’’।
আরও পড়ুন: এফডি-র পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টেও সুদ কমাল এসবিআই
অন্যদিকে, জানা যাচ্ছে, আশা কর্মীদের জন্যও সুখবর শোনাল মোদী সরকার। আশা কর্মীদের পারিশ্রমিক দ্বিগুণ করা হল। হাজার টাকার বদলে এবার তাঁরা পাবেন ২ হাজার টাকা।
Read the full story in English