নরেন্দ্র দাভোলকর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। থানেতে আরব সাগরের তীর থেকে পিস্তল উদ্ধার করল সিবিআই। মনে করা হচ্ছে, ওই পিস্তলটি দাভোলকর হত্যায় কোনও এক অভিযুক্তের। উদ্ধার হওয়া পিস্তলটির ফরেন্সিক পরীক্ষা করা হবে বলে সিবিআই সূত্রে খবর। ওই পিস্তলটির সঙ্গে দাভোলকরকে খুনের কোনও যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: আইবি অফিসার খুনে গ্রেফতার আপ কাউন্সিলর তাহির হুসেন
উল্লেখ্য, এ ঘটনায় পুনে আদালতে এর আগে সিবিআই দাবি করেছিল, অন্যতম অভিযুক্ত শরদ কলাস্কার খুনে ব্যবহত বন্দুকটি নষ্ট করে থানেতে একটি নালায় ছুড়ে ফেলে দিয়েছিল। এরপরই ওই পিস্তলের খোঁজে ফরেন সি এক্সপ্লোরার এজেন্সির দ্বারস্থ হয় সিবিআই।
আরও পড়ুন: নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর ফাঁসি ২০ মার্চ
২০১৩ সালের অগাস্ট মাসে কুসংস্কার বিরোধী নেতা ৬৭ বছর বয়সী নরেন্দ্র দাভোলকরকে হত্যা করা হয়। ২০১৬ সালে সনাতন সন্তের সদস্য ও ইএনটি সার্জেন ডা. বীরেন্দ্র তাওয়াড়েকে গ্রেফতার করা হয়। এ ঘটনার মাস্টারমাইন্ড বীরেন্দ্রই বলে দাবি করা হয়। ২০১৮ সালে শরদ কলাস্কার ও সচিন অ্যান্ডুরেকে গ্রেফতার করা হয়। ২০১৯ সালের মে মাসে সনাতন সন্তের আইনজীবী সঞ্জীব পুনালেকর ও তাঁর সহযোগী বিক্রম ভাবেকে গ্রেফতার করে সিবিআই।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন