দেশে করোনার দাপট জারি, একদিনে আক্রান্ত ৬২,৭১৪ জন

গত পাঁচ মাসের মধ্যে ভারতে সর্বাধিক দৈনিক সংক্রমণের হার।

গত পাঁচ মাসের মধ্যে ভারতে সর্বাধিক দৈনিক সংক্রমণের হার।

author-image
IE Bangla Web Desk
New Update
Corona India

লাফিয়ে লাফিয়ে দেশজুড়ে বাড়ছে কোভিড পজিটিভের সংখ্যা।

দেশজুড়ে করোনাভাইরাসের দাপট অব্যাহত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথা অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় সংক্রমিত হয়েছেন ৬২ হাজার ৭১৪জন। যা গত পাঁচ মাসের মধ্যে সর্বাধিক। ক্রমশ নিম্নমুখী সুস্থতার হার। দৈনিক করোনাজয়ীর সংখ্যা ২৮ হাজার ৭৩৯ জন। দেশে কোভিডে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৮৬ হাজার ৩১০ জন।

Advertisment

বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ১৯ লক্ষ ৭১ হাজার ৬২৪ জন। করোনাকে জয় করে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১ কোটি ১৩ লক্ষ ২৩ হাজার ৭৬২ জন।

Advertisment

গত ২৪ ঘন্টায় ভারতজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৩১২ জনের। যা গত দিনের তুলনায় বেশি। মোট মৃত ১ লক্ষ ৬১ হাজার ৫১২ জন।

দৈনিক করোনা টিকাকরণের হার ১১ লক্ষ ৮১ হাজার ২৮৯। ২৭ মার্চ পর্যন্ত দেশে মোট টিকাকরণের সংখ্যা ২৪ কোটি ৯ লক্ষ ৫০ হাজার ৮৪২।

করোনা সংক্রমণে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। ইতিমধ্যেই উদ্ধব ঠাকরে প্রশাসন রাজ্যের বিভিন্ন শহরে নাইট কার্ফুও জারি করেছে। রাজনৈতিক-ধর্মীয় সহ নানান জমায়েত বন্ধ করা হয়েছে। রাত ৮টার পর সব শপিংমল, দোকান বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭২৬। পাঞ্জাবের পাশাপাশি ঝাড়খণ্ডেও ব্যাপকহারে বাড়ছে সংক্রমণ। যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। করোনার এই বৃদ্ধি রুখতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত রাজ্যবাসীকে বাড়িতেই হোলি উদযাপনের আবেদন করেছেন।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona Corona India