বিরাট বিপালে বৌদ্ধ নেতা দলাই লামা! প্রকাশ্যে জিহ্বা বাড়িয়ে শিশুকে চুম্বনের ঘটনায় ক্ষমা চেয়েছেন তিনি। সম্প্রতি বৌদ্ধদের আধ্যাত্মিক গুরুর একটি ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওতে তাঁকে এক শিশুকে প্রকাশ্যে জিহ্বা বাড়িয়ে চুমু খেতে দেখা যায়। এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়! তার জেরেই এবার আনুষ্ঠানিক এক বিবৃতি জারি করে ক্ষমা চেয়েছেন দলাই লামা।
দলাই লামার অফিস থেকে জারি করা একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে যে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে একটি শিশুকে দালাই লামাকে চুম্বন করতে দেখা গিয়েছে। এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক সৃষ্টি হয়। এমন অবস্থায়, ধর্মীয় নেতা তার এহেন আচরণের জন্য বিশ্বজুড়ে তাঁর সকল ভক্ত ও অনুরাগীদের উদ্দেশ্যে ক্ষমাপ্রার্থী ,ঘটনার জন্য তিনি অনুতপ্ত।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যে শিশুটি আধ্যাত্মিক ধর্মগুরু দলাই লামার প্রতি শ্রদ্ধা জানাতে যায়। এরপরই জিহ্বা বাড়িয়ে তিনি শিশুকে চুম্বন করতে বলেন। দালাই লামাকে শিশুটিকে বলতে শোনা যায় "তুমি কি আমার জিভ চুষে দিতে পারবে? " এই ভিডিও পোস্ট করে এক নেটিজেন লিখেছেন, ‘দলাই লামার কাছ থেকে এমন অশালীন আচরণ আশা করা যায় না। ওঁর এই আচরণ কখনওই সমর্থনযোগ্য নয়।’’ এরপরই দলাই লামার এহেন আচরণের ঘটনায় সোশ্যাল মিডিয়া জুড়ে বিতর্ক দানা বাঁধে। তারপরই ঘটনার গুরুত্ব বুঝে এক আনুষ্ঠানিক বিবৃতি জারি করে ক্ষমা চেয়েছেন বৌদ্ধ ধর্মগুরু।
মিডিয়া রিপোর্ট অনুসারে, দালাই লামা চণ্ডীগড়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন, যেখানে তিনি শিশুটিকে চুম্বন করেছিলেন, যার পরে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একজন সোশ্যাল মিডিয়া ইউজার দীপিকা পুষ্কর নাথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন 'এটি অশোভনীয় এবং কেউ দালাই লামার এই আচরণকে সমর্থন করে না'। ভিডিওটির তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আরেক টুইটার ব্যবহারকারী। পাশাপাশি দলাই লামাকে এই ঘটনার জেরে গ্রেফতারের দাবিও জানিয়েছেন।
এই প্রথম নয় এর আগেও বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা বিতর্কে বিদ্ধ হয়েছেন। এর আগে ২০১৯ সালে এক মন্তব্যের জেরে বিতর্কের সূত্রপাত হয়। এই মন্তব্যের জন্য তিনি বিশ্বব্যাপী সমালোচিত হন। পরে তিনি তার বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চান।