মোদীকে চিঠি দলাই লামার, করোনায় অর্থদান তিব্বতের ধর্মগুরুর

''করোনাভাইরাসের জন্য় আমরা খুবই কঠিন সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকার-সহ বিশ্বের সব দেশের সরকার যে পদক্ষেপ করছে, তাতে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি''।

''করোনাভাইরাসের জন্য় আমরা খুবই কঠিন সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকার-সহ বিশ্বের সব দেশের সরকার যে পদক্ষেপ করছে, তাতে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি''।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মোদীকে চিঠি দলাই লামার

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ দলাই লামা। ভাইরাস রুখতে মোদীর পদক্ষেপের প্রশংসা করে চিঠি লিখলেন তিব্বতের ধর্মগুরু। পাশাপাশি করোনা মোকাবিলায় পিএম কেয়ারস ফান্ডে অনুদান দিলেন তিনি। ভাইরাস মোকাবিলায় একদিনের বেতন দিয়ে আর্থিক সাহায্য় করেছেন দলাই লামার অফিসের কর্মীরা। যদিও কত অঙ্কের আর্থিক সাহায্য় করেছেন দলাই লামা, তা প্রকাশ করা হয়নি।

Advertisment

মোদীকে চিঠিতে ঠিক কী লিখেছেন দলাই লামা?

তিব্বতের ধর্মগুরু লিখেছেন, ''কোভিড ১৯ মোকাবিলায় সার্ক গোষ্ঠীভুক্ত দেশগলির সঙ্গে হাত মিলিয়ে জরুরি তহবিল ও তথ্য় আদানপ্রদানে যে উদ্য়োগ নিয়েছেন, তার জন্য় ধন্য়বাদ জানাচ্ছি আপনাকে। এ ধরনের উদ্য়োগ আগামী দিনে একই ধরনের সমস্য়া মোকাবিলায় একটা মডেল হিসেবে থাকবে। এই পরিস্থিতিতে পিএম কেয়ারস ফান্ডে আর্থিক সাহায্য় করছে দলাই লামা ট্রাস্ট''। চিঠিতে এরপর দলাই লামা লিখেছেন, ''এই বিপর্যয় মোকাবিলায় আমার অফিসের কর্মীরা তাঁদের একদিনের বেতন অনুদান হিসেবে দিচ্ছেন''।

Advertisment

এর আগে দলাই লামা বলেছিলেন, ''করোনাভাইরাসের জন্য় আমরা খুবই কঠিন সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকার-সহ বিশ্বের সব দেশের সরকার যে পদক্ষেপ করছে, তাতে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি''।

উল্লেখ্য়, ভারত-সহ একাধিক দেশে থাবা বসিয়েছে করোনা। ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্য়েই হাজার হাজার মানুষের মৃত্য়ু হয়েছে। আক্রান্তের সংখ্য়া লক্ষাধিক। বিশ্বের অন্য়ান্য় দেশের মতো ভারতেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi