Advertisment

দলিতকে মারধর, চাটানো হল চপ্পল, যোগীরাজ্যে ধুন্ধুমার, ভিডিও ভাইরাল হতেই অ্যাকশনে পুলিস

ফের বিজেপি শাসিত রাজ্যে দলিত নিগ্রহের ঘটনা প্রকাশ্যে।

author-image
IE Bangla Web Desk
New Update
Uttar Pradesh, UP news, caste discrimination, Dalits in UP, violence against Dalits, caste, caste violence, UP village, casteism, Dalit man beaten

ফের বিজেপি শাসিত রাজ্যে দলিত নিগ্রহের ঘটনা প্রকাশ্যে।

মধ্যপ্রদেশের পর এবার উত্তরপ্রদেশ! গ্রামে দলিত ব্যক্তিকে মারধর, চপ্পল চাটতে বাধ্য করার ঘটনার একটি ভিডিও ঘিরে ধুন্ধুমার। ভাইরাল ভিডিওতে উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার একটি গ্রামে স্থানীয় বৈদ্যুতিক লাইনম্যানকে এক দলিত ব্যক্তিকে মারধর করতে এবং তার চপ্পল চাটতে বাধ্য করতে দেখা গেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Advertisment

মধ্যপ্রদেশের সিধি জেলায় বিজেপি নেতার দলিত ব্যক্তির গায়ে-মুখে প্রস্রাবের ভিডিও ভাইরাল হওয়ার রেশ কাটতে না কাটতে ফের বিজেপি শাসিত রাজ্যে দলিত নিগ্রহের ঘটনা প্রকাশ্যে। উত্তরপ্রদেশের সোনভদ্রের একটি গ্রামের এক ব্যক্তিকে মারধর ও অপমান করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবারের ঘটনাটি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে এবং এর ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যাতে এক লাইনম্যানকে দলিত ব্যক্তিকে মারধর ও তার চপ্পল চাটতে বাধ্য করা হচ্ছে।

পুলিশ আধিকারিকদের মতে, তেজবালি সিং প্যাটেল নামে অভিযুক্ত ওই লাইনম্যান রাজেন্দ্রকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তার চপ্পল চাটতেও বাধ্য করা হয়। এর ভিডিও ইন্টারনেটে ভাইরাল হতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।  

পুলিশ কর্মকর্তাদের মতে, নির্যাতিত রাজেন্দ্র গ্রামে তার আত্মীয়ের বাড়িতে এসেছিল। সেখানে থাকাকালীন তিনি বাড়ির বিদ্যুৎ সমস্যার সমাধানে এগিয়ে আসেন, যাতেই তার ওপর ক্ষিপ্ত হন ওই লাইনম্যান। তার দক্ষতায় মুগ্ধ হয়ে, অন্যান্য গ্রামবাসী তাদের নিজস্ব বৈদ্যুতিক সমস্যার জন্য তাকে ডাকতে শুরু করেন এবং রাজেন্দ্র তাদের সাহায্য করতে রাজি হয়। বিনিময়ে তিনি তার সেবার জন্য কিছু অর্থ পেয়েছিলেন।

পুরো ঘটনাটি ভিডিওর সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে, পুলিশকে ব্যবস্থা নিতে প্ররোচিত করেছে। যেখানে একটি ভিডিওতে অভিযুক্তকে মারধরের পর ওই লাইনম্যানের চপ্পল চাটতে বাধ্য করা হয়। পুলিশ অভিযুক্ত লাইনম্যানকে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

yogi adityanath
Advertisment