আবারও দলিত নির্যাতনের ঘটনা সামনে এল। গ্রামের নলকূপ থেকে জল নেওয়ার অভিযোগে ৪৫ বছর বয়সী এক দলিত ব্য়ক্তিকে মারধরের অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলার এক গ্রামে। সরকারের তৈরি নলকূপ ব্য়বহার করতে ওই ব্য়ক্তিকে বাধা দিয়েছিলেন অভিযুক্তরা।
বিসান্ডা থানায় এফআইআর দায়ের করেছেন অভিযোগকারী রামচন্দ্র রাইদাস। তাঁর অভিযোগ, সকালে তেন্দুরা গ্রামে নলকূপ থেকে জল নিতে গিয়েছিলেন তিনি। সে সময়ই রাম দয়াল যাদবের পরিবারের সদস্য়রা লাঠি নিয়ে তাঁর উপর হামলা চালান। এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।
আরও পড়ুন: হিন্দু বান্ধবীর সঙ্গে হাঁটাই কাল, ‘লাভ জিহাদ’ মামলায় যোগীরাজ্যে ধৃত মুসলিম কিশোর
স্টেশন হাউস অফিসার নরেন্দ্র প্রতাপ সিং একথা জানিয়েছেন, জখম অবস্থায় রাইদাসকে প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ২ মাস আগে রাইদাস অভিযোগ করে বলেছিলেন, অভিযুক্তরা তাঁকে জল নিতে নিষেধ করেছেন। কিন্তু পরে সাব-ডিভিশনাল ম্য়াজিস্ট্রেটের হস্তক্ষেপে মিটমাট হয়ে যায়।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন