উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে এক দলিত অধ্যাপককে যৌন হয়রানি ও হেনস্থার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। এই ঘটনায় দুই অধ্যাপকের বিরুদ্ধে মহিলা অধ্যাপকের সঙ্গে অশালীন ব্যবহার ও জামাকাপড় অনুপযুক্তভাবে স্পর্শ করার চেষ্টা করেন। সেই সঙ্গে মারধরের অভিযোগও সামনে এসেছে। পাশাপাশি মহিলা অধ্যাপককে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ। এই ঘটনায় এক সহকারী অধ্যাপক, দুই শিক্ষার্থীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথোপকথনের সময়, অভিযুক্ত ওই অধ্যাপক বলেন, তিনি দলিত হওয়ায় তাকে টার্গেট করা হয়েছে। তিনি জানান, একজনকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল এবং তিনি রাজি না হলে তার ওপর হামলা করা হয়। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটে ২২ মে। দুপুর ২টো নাগাদ। এই সময় তাকে যৌন হয়রানি, দুর্ব্যবহার ও মারধর করা হয় বলে অভিযোগ। এক ব্যক্তি ঘটনার ভিডিওও করেছেন বলে অভিযোগ করেন ওই দলিত অধ্যাপক।
নির্যাতিতা জানান, তার চিৎকার শুনে কয়েকজন সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে। প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কথাও বলেছেন অধ্যাপক। তিনি অভিযোগ যে প্রথমে পুলিশ মামলা নথিভুক্ত করতে অস্বীকার করেছিল, তারপরে তিনি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক, এসসি-এসটি কমিশন এবং মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি লিখেন।
এরপর ২৭ আগস্ট অভিযোগ দায়ের করা হয়। এই বিষয়ে, সহকারী পুলিশ কমিশনার প্রবীণ কুমার সিং বলেছেন যে প্রাথমিক তদন্তের পরে FIR দায়ের করা হয়েছে। IPC এর 323 , 342 , 354-B ,504 , 506 ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত এক অধ্যাপক তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগকে ভিত্তিহীন বলে বর্ণনা করেছেন।