Advertisment

রাফালে নিয়ে কেন্দ্রীয় তদন্ত দাবি করল ফরাসি এনজিও

অক্টোবরের শেষে অভিযোগ দায়ের করা হয়েছে ন্যাশনাল ফিনান্সিয়াল প্রসিকিউটারের দফতরে। রাফালে চুক্তির দু' দেশের দুই অংশীদার, ডসাল্ট এবং রিলায়েন্স গোষ্ঠী, দুই-এর বিরুদ্ধেই তদন্ত দাবি করেছে ফরাসি অসরকারি সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

২০১৬ সালের সেপ্টেম্বরে ভারত এবং ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত ৫৯০০০ কোটি টাকার রাফালে চুক্তি নিয়ে ফ্রেঞ্চ ন্যাশনাল ফিনান্সিয়াল প্রসিকিউটারের কাছে তদন্তের দাবি করল দুর্নীতি বিরোধী ফরাসি এক অসরকারি সংস্থা।

Advertisment

এনজিও-র তরফ থেকে ফরাসি যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা ডসাল্টের বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক তছরুপ, প্রাপ্য নয় এমন সুযোগ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। 'শেরপা' নামের এনজিও দাবি করেছে, কর ফাঁকি, আর্থিক তছরুপ, বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত দুর্নীতির সঙ্গে লড়াই করাই তাদের মুল লক্ষ্য।

অক্টোবরের শেষে অভিযোগ দায়ের করা হয়েছে ন্যাশনাল ফিনান্সিয়াল প্রসিকিউটারের দফতরে। রাফালে চুক্তির দু' দেশের দুই অংশীদার, ডসাল্ট এবং রিলায়েন্স গোষ্ঠী, দুই-এর বিরুদ্ধেই তদন্ত দাবি করেছে ফরাসি অসরকারি সংস্থা। অনিল আম্বানির সংস্থার আবার যুদ্ধবিমান প্রস্তুত করার পূর্ব কোনও অভিজ্ঞতাও ছিল না বলে দাবি করেছে 'শেরপা'। চুক্তি চূড়ান্ত হওয়ার মাত্র ১২ দিন আগে সংস্থার নাম নথিভুক্ত করা হয়েছে বলে ফরাসি সংবাদ সংস্থা মিডিয়াপোর্টকে জানিয়েছে 'শেরপা'র প্রতিষ্ঠাতা উইলিয়াম বোরদোঁ।

আরও পড়ুন, মোদী-ই দাম ঠিক করেছিলেন রাফালের, কংগ্রেসের পাশাপাশি একই অভিযোগ সিপিআই(এম)-এর

সরকারি আইনজীবী এই ব্যাপারে কোনও তদন্ত ইতিমধ্যে শুরু করেছে কি না, তা এখনও জানা যায়নি। ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফ থেকে ফরাসি কেন্দ্রীয় আইনজীবীর দফতরে ইমেল করে কোনও উত্তর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ফ্রান্স এবং ভারতের মধ্যে রাফালে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ২০০৭ এর  ‘মিডিয়াম মাল্টিরোল কমব্যাট এয়ারক্র্যাফট (এমএমআরসিএ)’ টেন্ডারের আওতায়। চুক্তিবদ্ধ হওয়ার আগে ৬টি সংস্থার সঙ্গে আলচনায় বসে কেন্দ্রের অর্থ মন্ত্রক। ওই আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন জার্মানির ইউরোফাইটার সংস্থা ডাসল্টের চেয়েও ২০ শতাংশ বেশি ছাড় দিতে চেয়েছিল ভারতকে।

Read the full story in English
Rafale
Advertisment