Advertisment

বিষ খাইয়ে দাউদকে মারার বিরাট ছক? পাকিস্তানে গুরুতর অসুস্থ 'আন্ডারওয়ার্ল্ড ডন', ভর্তি হাসপাতালে

তাকে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
dawood ibrahim, dawood ibrahim hospitalised in karachi, dawood ibrahim poisoned, dawood ibrahim in karachi, dawood ibrahim news",

গুরুতর অসুস্থ আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম।

গুরুতর অসুস্থ আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। তাঁকে করাচির একটি হাসপাতালে গত দুই দিন ধরে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে বিষ প্রয়োগের জেরে গুরুতর অসুস্থ হয়েই হাসপাতালে ভর্তি রয়েছেন দাউদ ইব্রাহিম। যদিও এই তথ্য আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত করা হয়নি। দাউদ সম্পর্কে নানান খবর সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এবং নানা রকম জল্পনা চলছে।

Advertisment

জীবন-মৃত্যুর লড়াইয়ে আন্ডারওয়ার্ল্ড ডন এবং 'মোস্ট ওয়ান্টেড' দাউদ ইব্রাহিম। বিষপ্রয়োগের ঘটনার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে দাউদ ইব্রাহিম গত দুদিন ধরে করাচির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাকে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। বিষ প্রয়োগের ঘটনা এখনও আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত করা হয়নি।

সোমবার দাউদ ইব্রাহিমের হাসপাতালে ভর্তির তথ্য জানাজানি হলেও গত দুই দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। দাউদ ইব্রাহিমকে হাসপাতালের ভিতরে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। শুধুমাত্র হাসপাতালের শীর্ষ কর্মকর্তা এবং তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সেখানে গিয়ে তাঁকে দেখার অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : < Premium: ‘চিকিৎসা জাদুঘর’, যুগান্তকারী সৃষ্টির অভাবনীয় নজির গড়ার পথে বিলেত ফেরত প্রবীণ চিকিৎসক >

বিষক্রিয়ার কারণে দাউদ ইব্রাহিমের স্বাস্থ্যের অবনতি হয়েছে নাকি এর অন্য কোনো কারণ রয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। কিন্তু টুইটার থেকে মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে বিষক্রিয়ার জেরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পলাতক দাউদ ইব্রাহিম দীর্ঘদিন ধরে করাচিতে বসবাস করছেন। ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের একজন দাউদ ইব্রাহিম সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদ এবং মাদক পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, তিনি ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মাস্টারমাইন্ড, সেই ঘটনায় ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায় এবং হাজার হাজার আহত হয়।

Dawood Ibrahim
Advertisment