Advertisment

দাউদ ইব্রাহিমের শাগরেদ ধৃত লন্ডনে!

দাউদ ইব্রাহিমের এক শাগরেদকে পাকড়াও করল নিরাপত্তা বাহিনী। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, জাবির মোতি নামে দাউদের অন্য়তম প্রধান শাগরেদকে লন্ডনে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

author-image
IE Bangla Web Desk
New Update
dawood ibrahim, দাউদ ইব্রাহিম

দাউদ ইব্রাহিম, ফাইল ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বহু বছর ধরেই তার নাগাল পেতে মরিয়া দেশের গোয়েন্দারা। কিন্তু তার অস্তিত্ব টের পেতে গিয়ে প্রতিবারই কার্যত কালঘাম ছুটেছে গোয়েন্দাদের। ১৯৯৩ সালের মুম্বই হামলার সেই মূল চক্রী দাউদ ইব্রাহিম কোথায় আছে, তা নিয়ে মাঝেমধ্য়েই খবর পান গোয়েন্দারা। কিন্তু তার নাগাল পান না গোয়েন্দারা। এবার সেই মুম্বইয়ের একসময়ের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের এক শাগরেদকে পাকড়াও করল নিরাপত্তা বাহিনী। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, জাবির মোতি নামে দাউদের অন্য়তম প্রধান শাগরেদকে লন্ডনে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

Advertisment

দাউদের ওই শাগরেদ মোতি পাকিস্তানের বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্র মারফ‍ৎ জানা গিয়েছে, দাউদের আর্থিক বিষয়টি দেখভাল করত মোতি। একইসঙ্গে জানা গিয়েছে যে, গত শুক্রবার লন্ডন পুলিশের হাতে গ্রেফতার হয় মোতি। স্টার নামের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। সেখানকার একটি আদালতে দাউদ ইব্রাহিমের ওই শাগরেদকে তোলা হয় বলেও জানা গিয়েছে।

মোতিকে কোন ধারায় গ্রেফতার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয় বলে জানা গিয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, মোতির কাছে ১০ বছরের ইংল্য়ান্ডের ভিসা রয়েছে। হাঙ্গেরিতে স্থায়ীভাবে মোতি বসবাস করত বলেও জানা গিয়েছে। পাশাপাশি মোতি অ্য়ান্টিগুয়া ও ডোমিনিকান রিপাবলিকেরও বাসিন্দা বলে খবর তবে তাস পাসপোর্টে করাচির নাগরিক বলে উল্লেখ করা রয়েছে। পাসপোর্ট অনুযায়ী মোতির বয়স ৪৮ বলে জানা গিয়েছে।

আরও পড়ুন, ইসলামিক স্টেটের সঙ্গে যোগাযোগ: হায়দরাবাদে ধৃত ২

২০১৬ সালে, মোতি ও খালিক আহমেদ নামে দাউদের আরেক কর্মীর ফোনে কথোপকথন ট্র্য়াক করে জানতে পারা যায়, দাউদের সঙ্গে ৪০ কোটি টাকার প্রতারণা করা হয়েছে। সম্ভবত হাওয়ালার মাধ্য়মে ৪০ কোটি টাকা পাঠানোর কথা ছিল খালিকের। কিন্তু টাকা নিয়ে উধাও হয়ে যায় খালিক।

International news national news
Advertisment