Advertisment

সইতে পারলেন না ছেলের মৃত্যু, শোকে প্রাণ হারালেন মা

অশ্বিনী কুমারের দেহ ময়নাতদন্তের পর বাড়িতে পৌঁছলে খবর সইতে না পেরেই সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর মা উর্মিলা দেবীর

author-image
IE Bangla Web Desk
New Update
Pakistan Accident, Bus, Chin

প্রতীকী ছবি

ভিন রাজ্যে অভিযুক্তকে ধরতে এসে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হওয়া কিষানগঞ্জ পুলিশ ইনস্পেক্টরের খবর পরিবারের কাছে পৌঁছতেই শোকে মৃত্যু হল অশ্বিনী কুমারের মা'র।

Advertisment

একটি মামলার এক অভিযুক্তকে গ্রেফতার করতে শুক্রবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পান্তাপাড়া গ্রামে আসেন বিহারের কিষানগঞ্জ থানার পুলিশ ইনস্পেক্টর অশ্বিনী। অভিযোগ, অভিযুক্ত-সহ কয়েক জন দুষ্কৃতী তাঁকে খুন করেছে।

এই ঘটনা নিয়ে শোরগোল উঠতেই যাঁর বাড়িতে অশ্বিনীকে খুন করা হয়েছে বলে অভিযোগ, গোয়ালপোখরের বাসিন্দা সেই ফিরোজ আলম, তাঁর ভাই আবুজার আলম ও তাঁর স্ত্রী শাহিনুর খাতুনকে শনিবার সকালে গ্রেফতার করা হয়েছে, এমনটাই জানা গিয়েছে।

বিহার পুলিশের এক আধিকারিক জানান, গণপিটুনির ঘটনায় প্রাথমিকভাবে খুনের মামলা রুজু করছিল না গোয়ালপোখর থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হচ্ছিল। পরে বিহার পুলিশের চাপে খুনের মামলা দায়ের করা হয় বলে দাবি করেছেন পুলিশ আধিকারিক।

অশ্বিনী কুমারের দেহ ময়নাতদন্তের পর বাড়িতে পৌঁছলে খবর সইতে না পেরেই সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর মা উর্মিলা দেবীর (৭০)। পুলিশ জানান্য সত্তর বছরের উর্মিলা দেবীর হৃদরোগের সমস্যা ছিল বহুদিন ধরেই। রবিবার পূর্ণিয়ায় মা এবং ছেলের একইসঙ্গে শেষকৃত্য সম্পন্ন হয়।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

police
Advertisment