আমেদাবাদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যোগ দেবেন না ঐতিহাসিক রামচন্দ্র গুহ, এমন কোনও খবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নেই। শনিবার তা স্পষ্ট জানিয়ে দিল কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বি এম শাহ এই প্রসঙ্গে জানিয়েছেন, “ঐতিহাসিক রামচন্দ্র গুহ আমেদাবাদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যোগ দেবেন না, এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। আর যতক্ষণ না এ ব্যাপারে আমরা নিশ্চিত হব, ততক্ষণ কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়কে ঐতিহাসিক রামচন্দ্র সরাসরি কিছু না জানালে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারবে না”। আমেদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পঙ্কজ চন্দ্রের সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসের পক্ষ থেকে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও উত্তর মেলেনি।
আরও পড়ুন, আমেদাবাদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করবেন না ‘ভারত-বিদ্বেষী’ ঐতিহাসিক রামচন্দ্র গুহ
আইআইএম ব্যাঙ্গালোরের-এর প্রাক্তন ডিরেক্টর রামচন্দ্র গুহ শুক্রবার টুইট করে জানিয়েছেন তাঁর নিয়ন্ত্রনে নেই, এমন কোনো সমস্যার জন্য তিনি আমেদাবাদ বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ের প্রতি শুভাকাঙ্ক্ষা জানিয়ে ‘ইন্ডিয়া আফটার গান্ধী’-র লেখক প্রার্থনা করেছেন, মহাত্মার নিজের শহরে তাঁর আদর্শ যেন আবার জেগে ওঠে।
১৬ অক্টোবর আমেদাবাদ বিশ্ববিদ্যালয়ের গান্ধী উইন্টার স্কুল এবং শ্রেনিক লালভাই চেয়ার প্রফেসর অ্যান্ড ডিরেক্টর হিসেবে ঘোষণা করা হয় ঐতিহাসিক রামচন্দ্র গুহর নাম। দু’দিনের মধ্যেই অখিল ভারতীয় বিদ্যার্থি পরিষদের পক্ষ থেকে এক ‘দেশ-বিরোধী’-র নিয়োগের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা হয়।
শুক্রবার দিল্লির এনএসইউআই-এর পক্ষ থেকে ঐতিহাসিক, জীবনীকার এবং লেখক রামচন্দ্র গুহের সমর্থনে বলা হয়েছে, “এবিভিপি মানুষের মত প্রকাশের স্বাধীনতাকেও দমিয়ে রাখতে চাইছে”।
Read the full story in English