Advertisment

'পুরোটাই পূর্বপরিকল্পিত’ নুহ হিংসায় বিস্ফোরক বিবৃতি স্বরাষ্ট্রমন্ত্রীর

দাঙ্গায় দুই পুলিশ কর্মী সহ মোট ৬ জন নিহত হন।

author-image
IE Bangla Web Desk
New Update
Nuh Communal Violence, Communal Violence, Nuh mob attack, Gurgaon, communal flare-up, Nuh in Haryana’s Mewat region, Delhi news, New Delhi, Indian Express, current affairs

‘নুহ হিংসা পুর্বপরিকল্পিত’ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

সাম্প্রদায়িক দাঙ্গার কয়েকদিন পর, নুহতে ক্র্যাকডাউন, এ পর্যন্ত দাঙ্গায় জড়িত সন্দেহে মোট ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। এদিকে হিংসার ঘটনায় নুহ জেলা প্রশাসক প্রশান্ত পানওয়ার এবং পুলিশ সুপার বরুণ সিংলাকে বদলি করা হয়েছে। সিংলা, হিংসার সময় ছুটিতে ছিলেন, নরেন্দ্র বিজার্নিয়াকে বদলি করে নুহ’তে আনা হয়েছে।

Advertisment

সাম্প্রদায়িক হিংসার উত্তপ্ত হয়ে ওঠে হরিয়ানার নুহ। এই দাঙ্গায় দুই পুলিশ কর্মী সহ মোট ৬ জন নিহত হন। দাঙ্গাবাজদের কোন ভাবেই রেয়াত করা হবে না বলেই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার হরিয়ানার নুহ জেলায় প্রশাসন বেশ কয়েকটি বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

চণ্ডীগড়ে, হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বলেছেন যে হিংসার ঘটনায় এখন পর্যন্ত মোট ২০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই দাঙ্গা "পূর্ব পরিকল্পিত" বলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, "প্রয়োজনে বুলডোজারও ব্যবহার করা হবে"। দিল্লি-আলওয়ার রোডের কাছে বেশ কয়েকটি অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। যদিও এই বিষয়ে এক সিনিয়র পুলিশ অফিসার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘সাম্প্রদায়িক হিংসার ঘটনার সঙ্গে অবৈধ উচ্ছেদের কোন সম্পর্ক নেই। “যাদের বাড়ি ভাঙা হচ্ছে তাদের কেউই হিংসা মামলায় অভিযুক্ত নয়,”।

হাসপাতালের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ৫৬ বছর বয়সী আস মহম্মদ জানান, তার বাড়ি ভাঙার ঠিক আগে তিনি একটি নোটিশ পেয়েছিলেন। কী বলা হয় নোটিশে? তাতে উল্লেখ করা হয় দু’দিনের মধ্যে বাড়িটি ভেঙে দেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়ে। কিন্তু মাত্র ৩০মিনিটের মধ্যেই বুলডোজার আসে চোখের সামনে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িঘর। পরিবারের তরফে জানানো হয় দীর্ঘ ৩৫ বছর ধরে তারা সেই জমিতে বসবাস করে আসছিলেন।

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রী অনিল ভিজ বলেছিলেন যে নুহতে কারফিউ সময়ে সময়ে শিথিল করা হচ্ছে এবং হিংসার পরে বন্ধ হওয়া ইন্টারনেট পরিষেবাগুলি যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১০২ টি এফআইআর দায়েরকরা হয়েছে। এদিকে বুলডোজার কাণ্ডে প্রশাসনের তরফে জানান হয়, সংরক্ষিত বনভূমি অঞ্চলে অবৈধ দখলদারি উচ্ছেদ করতেই এই অভিযান চালানো হয়েছে।

Violence
Advertisment