বিধানসভা ভোটের দিন চারেক আগে ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায় যাত্রীবাহী বাস উড়িয়ে দিল মাওবাদীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর বাস বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক জওয়ানও রয়েছেন।
জানা যাচ্ছে, দান্তেওয়াড়া জেলার বাচেলি এলাকায় সিআইএসএফ-এর ওই বাসে জওয়ানসহ এলাকার কিছু বাসিন্দাও ছিলেন। বাজার করে ফেরার পথে বিস্ফোরণ ঘটে যাত্রীবাহী বাসটিতে। বাসে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-এর মাধ্যমে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা, দান্তেওয়াড়ার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট অভিষেক পল্লব পিটিআই-কে এমনটাই জানিয়েছেন। মৃতদের মধ্যে বাস চালক, কন্ডাকটর এবং বাসের ক্লিনারও রয়েছেন বলে জানিয়েছেন অভিষেক পল্লব।
প্রসঙ্গত মৃত সিআইএসএফ জওয়ান আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ওই অঞ্চলে নিযুক্ত হয়েছিলেন।
দিন কয়েক আগেই ওই অঞ্চলে মাওবাদী হামলায় মৃত্যু হয় দূরদর্শনের এক চিত্রসাংবাদিকের।
আগামী ১২ নভেম্বর প্রথম দফার ভোট গৃহীত হবে ছত্তিসগড়ের ১৮টি জেলায়। এদের মধ্যে মাওবাদী অধ্যুষিত বস্তারের মতো আরও কিছু জেলাও রয়েছে। ভোট গ্রহণ হবে ওই দিনেই। এর মধ্যে বস্তারে ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা।
Read the full story in English