ভোটের মুখে রঙ বদল ডিডি নিউজের। রাষ্ট্রায়ত্ত প্রচারমাধ্যম দূরদর্শনের হিন্দি খবরের চ্যানেলের লোগোর রঙ বদল নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত রাজনৈতিক তরজা।
জাতীয় সংবাদ সম্প্রচারকারী সংস্থা ডিডি নিউজ তার লোগোর রঙে এনেছে বদল। ছিল লাল। ভোট আবহে রঙ বদলে হয়েছে গেরুয়া। তা নিয়ে শুরু হয়েছে চরম কোন্দল।
ডিডি নিউজের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে এই তথ্য দেওয়া হয়েছে। লোগোর রঙ পরিবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে।
ডিডি নিউজের লোগো পরিবর্তন নিয়ে শুরু হয়েছে চরম রাজনৈতিক দ্বন্দ্ব। বিরোধীদের নিশানার মুখে পড়তে হয়েছে ডিডি নিউজকে। এদিকে লোগোর রঙের পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নে, প্রসার ভারতীর সিইও বলেছেন, 'এটি সম্পূর্ণরূপে চ্যানেলের ব্র্যান্ডিং এবং ভিজ্যুয়াল সৌন্দর্যের জন্য করা হয়েছে। অন্যকিছু চিন্তা করাটাও দুর্ভাগ্যজনক'।
ডিডি নিউজ, দূরদর্শনের অধীনে সরকারি চ্যানেল, তার লোগোতে করা পরিবর্তনের জন্য বিরোধী দলগুলির আক্রমণের মুখে পড়েছে। আসলে, সম্প্রতি ডিডি নিউজ তার নতুন লোগো সামনে এনেছে।
নতুন লোগোর রঙ লাল থেকে গেরুয়াতে পরিবর্তন করা হয়েছে। ভোট আবহে এভাবে রঙ বদলের জেরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে রাষ্ট্রায়ত্ত প্রচারমাধ্যম দূরদর্শনের হিন্দি খবরের চ্যানেলকে। বিরোধী দলগুলির নেতারাও লোকসভা ভোটের আবহে পরিবর্তনের বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
মঙ্গলবার সন্ধ্যায়, ডিডি নিউজ তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা সহ তার নতুন লোগো সামনে আনে। এরপরই শুরু হয় বিতর্ক।
টিএমসি রাজ্যসভার সাংসদ জওহর সরকার লোগোর রঙ বদল নিয়ে বলেছেন, "জাতীয় সম্প্রচার মাধ্যম তার ঐতিহাসিক লোগোর রঙ বদলে গেরুয়া রঙে রুপান্তরিত হয়েছে। প্রাক্তন সিইও হিসাবে আমি বলতে পারি এটি আর প্রসার ভারতী নয়, এখন থেকে এটি প্রচার ভারতী!”
লোগোতে পরিবর্তনের পর বিরোধীদের সমালোচনার প্রতিক্রিয়ায় প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'নতুন লোগোটিতে একটি আকর্ষণীয় কমলা রঙ রয়েছে। আমরা প্রযুক্তিগতভাবে আধুনিকীকরণের জন্যও কাজ করছি'।
তিনি যোগ করেছেন, "উজ্জ্বল, চোখ ধাঁধানো রঙের ব্যবহার সম্পূর্ণভাবে চ্যানেলের ব্র্যান্ডিং এবং ভিজ্যুয়াল নান্দনিকতার খাতিরে করা হয়েছে। এর মধ্যে অন্য কিছু ভাবাটা বা রাজনৈতিক রঙ লাগানো দুর্ভাগ্যজনক'। কর্মকর্তারা বলেছেন যে ১৯৫৯ সালে যখন দূরদর্শন শুরু হয়েছিল, তখন তাতে গেরুয়া লোগোই ছিল। এরপর সময়ের সঙ্গে সঙ্গে লোগোতে বদল আনা হয়েছে।