Advertisment

হল না ঐক্যমত্য, কৃষক-কেন্দ্র বৈঠক নিষ্ফলা, পরবর্তী আলোচনা ৮ জানুয়ারি

অনড় দু'পক্ষই। ফলে কৃষক সংগঠনগুলোর সঙ্গে কেন্দ্রের সপ্তম রাউন্ডের বৈঠক শেষেও মিলল না সনাধান সূত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অনড় দু'পক্ষই। ফলে কৃষক সংগঠনগুলোর সঙ্গে কেন্দ্রের সপ্তম রাউন্ডের বৈঠক শেষেও মিলল না সনাধান সূত্র। জারি রইল অচলাবস্থা। সংবাদ সংস্থা পিটিআই-য়ের খবর অনুসারে, কৃষকদের দাবি মেনে কেন্দ্রীয় সরকার নয়া তিন কৃষি আইন বাতিলে রাজি নয়। সরকার চাইছে পুরো বিষয়টি একটি বিশেষজ্ঞ কমিটি বিবেচনা করে দেখুক।

Advertisment

বৈঠক শেষে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেছেন, 'নয়া কৃষি আইনের ধারা অনুযায়ী আমরা আলোচনায় রাজি হয়েছিলাম। কিন্তু আইন বাতিলের দাবিতে অনড় কৃষক সংগঠনগুলো। ফলে কোনও ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। আশা করব পরবর্তী বৈঠকে সমাধান মমিলবে।' এই পরিস্থিতিতে স্থির হয়েছে যে, আগামী ৮ জানুয়ারি কেন্দ্র ও কৃষকদের মধ্যে পরবর্তী বৈঠক হবে।

এ দিনের বৈঠকে অংশ নেওয়া ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, প্রতিবাদী কৃষকরা নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই অনড় রয়েছেন। বিকল্প কোনও প্রস্তাব বা কমিটি গঠনের বিষয়টি মেনে নেওয়া হবে না।

সোমবারের সপ্তম রাউন্ডের দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিবাদী কৃষক সংগঠনের প্রতিনিধিরা ছাড়াও কেন্দ্রের তরফে ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। রেলমন্ত্রী পিযূষ গোয়েল, বাণিজ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সোম প্রকাশ। এ দিনও বৈঠকের ফাঁকে লঙ্গরে তৈরি খাবারই খেয়েছেন কৃষকদের প্রতিনিধিরা। কিন্তু এবার আর গত দিনের মতো লঙ্গরের খাবার গ্রহণ করেননি কেন্দ্রীয় মন্ত্রিরা। জানা গিয়েছে, কৃষক প্রতিনিধিরা মন্ত্রীদের সঙ্গে খাবার খেতে অস্বীকার করেছেন।

গত বুধবারই কৃষক সংগঠনগুলোর সঙ্গে কেন্দ্রের ষষ্ঠ রাউন্ডের বৈঠক হয়েছিল। সেখানে কৃষকদের চারটির মধ্যে দু'টি দাবি মেনে নেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। মেনে নেওয়া হয়েছিল কৃষকদের বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার ও ফসলের অবশিষ্ঠাংশ পোড়া নিয়ে এয়ার কোয়ালিটি অর্ডিন্যান্সের কয়েকটি ধারা। তবে, প্রতিবাদী কৃষকদের মূল দু'টি দাবি হচ্ছে নয়া তিন কৃষি আইন বাতিল ও ফসলের ন্যূনতম মূ্ল্যের আইনি স্বীকৃতির দাবি। এই দু'টি দাবি নিয়েই গত এক মাসেরও বেশি সময় কয়েক দফা আলোচনায় সরকার ও কৃষক সংগঠনগুলোর মধ্যে কোনও সমঝোতা হচ্ছে না।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Farm Law Farmers Movement Narendra Singh Tomar
Advertisment