scorecardresearch

গোরক্ষনাথ মন্দিরে হামলা চালানো আব্বাসিকে ফাঁসির সাজা দিল আদালত

গত বছর ৩ এপ্রিল মন্দিরের গেটের সামনে ধারালো অস্ত্র নিয়ে পৌঁছায় আব্বাসি। তার পর ধর্মীয় স্লোগান দিয়ে নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালায়।

uttar pradesh police
উত্তরপ্রদেশ পুলিশ। ফাইল ছবি

গত বছর এপ্রিলে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে বিখ্যাত গোরক্ষনাথ মন্দিরে হামলায় দোষী সাব্যস্ত আহমেদ মুর্তাজা আব্বাসিকে মৃত্যুদণ্ড দিল লখনউয়ের আদালত। সোমবার বিশেষ আদালতে ৩০ বছরের আব্বাসিকে মৃত্যুদণ্ড দেয়। গত বছর ধারালো অস্ত্র নিয়ে আব্বাসি গোরক্ষনাথ মন্দিরে জবরদস্তি ঢোকার চেষ্টা করলে তাকে বাধা দেন দুই পুলিশ কনস্টেবল। তাদের গুরুতর জখম করে আব্বাসি।

শুধু মৃত্যুদণ্ডই নয়, ৪৪ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে তাকে। উত্তরপ্রদেশের ডিজিপি দেবেন্দ্র সিং চৌহান বলেছেন, ফাঁসির সাজা হয়েছে এটিএস-এর বিচার শাখার তৎপরতার সুবাদে। আব্বাসির জন্য আদালত নিযুক্ত আইনজীবী রাম নারায়ণ তিওয়ারি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ফোনের প্রতিক্রিয়া দেননি।

পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, আব্বাসি ঘোরতর মৌলবাদে বিশ্বাসী ছিল। মগজধোলাই করেছিল আইএস সমর্থকরা। আব্বাসি সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখত এবং সিরিয়ায় যাওয়ার পরিকল্পনা করেছিল। পুলিশের দাবি, আইএস-এর সদস্য ছিল আব্বাসি এবং সন্ত্রাসে অর্থ জোগাত। সরকারি কৌঁসুলি বলেছেন, আইআইটি স্নাতক আব্বাসি একটি বেসরকারি সংস্থায় কাজ করত। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২১, ৩০৭ এবং ইউএপিএ ধারায় মামলায় করা হয়েছিল।

আরও পড়ুন মসজিদে ভয়াবহ বিস্ফোরণ! নিহত কমপক্ষে ২৮, আহত বহু

গোরক্ষপুর থেকে মামলা লখনউয়ে বিশেষ এটিএস আদালতে স্থানান্তর করা হয়েছিল। আব্বাসির ঠিকানা ছিল লখনউ জেল। গত বছর ৩ এপ্রিল মন্দিরের গেটের সামনে ধারালো অস্ত্র নিয়ে পৌঁছায় আব্বাসি। তার পর ধর্মীয় স্লোগান দিয়ে নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালায়। দুই কনস্টেবল গোপাল গৌর এবং অনিল পাসওয়ান মারাত্মক জখম হন। এই মন্দিরের মহন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই সময় মন্দিরে ছিলেন না।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Death sentence for man who attacked injured two cops at gorakhnath temple