গাজায় হাসপাতালে মৃত্যুমিছিল…! যুদ্ধবিরতির আহ্বান জানাল WHO

ইজরায়েলের লাগাতার আক্রমণে গাজার হাসপাতালে হু-হু করে বাড়ছে মৃতের সংখ্যা।

ইজরায়েলের লাগাতার আক্রমণে গাজার হাসপাতালে হু-হু করে বাড়ছে মৃতের সংখ্যা।

author-image
IE Bangla Web Desk
New Update
Israel and hamas war, al shifa hospital, al shifa hospital attack, world health organisation, Tedros Adhanom Ghebreyesus, Israel, hamas, Palestine war, Benjamin Netanyahu, Hamas, Gaza, middle east, Israel and Palestine war latest updates in Marathi, Israel Hamas War Marathi Updates, Israel vs Palestine War Reason, Who are Palestinians, Who is Hamas Group, palestine israel conflict, israel market, israel vs hamas marathi news, Hamas Organization, America on Israel, Saudi Arabia Iran Gaza,

গাজায় হাসপাতালে মৃত্যুমিছিল...! যুদ্ধবিরতির আহ্বান জানাল WHO

গত ৩৭ দিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এদিকে রাষ্ট্রসংঘ্র নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব আনা হয়েছে। সেই প্রস্তাবে ভারত ভোট দিয়েছে। প্যালেস্তাইনের ভূভাগে গিয়ে ইজরায়েলের কার্যকলাপের নিন্দা প্রস্তাবে রাষ্ট্রসংঘের ভোটাভুটিতে সমর্থন জানাল ভারত। ১৪৫ টি দেশের মধ্যে ভারতও হল অন্যতম দেশ যারা এই ইজরায়েলের কার্যকলাপের নিন্দার পক্ষে ভোট দিয়েছে। এদিকে গাজায় হাসপাতালে মৃতের সংখ্যা বাড়ছে হুহু করে। এমন পরিস্থিতি WHO যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

Advertisment

ইজরায়েলের লাগাতার আক্রমণে গাজার হাসপাতালে হু-হু করে বাড়ছে মৃতের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ইজরায়েল এখন গাজা শহরের আল শিফা হাসপাতালকে টার্গেট করেছে। ইসরায়েল অভিযোগ করেছে, হামাস জঙ্গিরা হাসপাতালকেই ঘাঁটি করেছে। ইজরায়েলের এম অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হামাস ও হাসপাতালের কর্মীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস দাবি করেছেন যে ইজরায়েলের হামলার কারণে হাসপাতালে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং এই হাসপাতালের সকল পরিষেবা ভেঙে পড়েছে। তিনি X-এ এক পোস্টে ইজরায়েলের কাছ থেকে যুদ্ধবিরতির অনুরোধও করেছেন।

আরও পড়ুন: < উদয়পুরে দর্জি খুনে তোলপাড় ফেলা অভিযোগ গেহলটের, ভয়ঙ্কর দাবিতে উত্তাল রাজ্য-রাজনীতি >

বিশ্বব্যাপী যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইজরায়েল তাদের হামলা অব্যাহত রেখেছে। এক্স-এ টেড্রোস আধানম ঘেব্রেইসাসের একটি পোস্ট অনুসারে, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। এখানকার পরিস্থিতি ভয়াবহ এবং বিপজ্জনক। গত তিন দিন ধরে হাসপাতালে বিদ্যুৎ, জল ও ইন্টারনেট সুবিধা নেই। যার ফলে হাসপাতালের তরফে মৌলিক সুযোগ-সুবিধা দেওয়া কঠিন হয়ে পড়েছে। এলাকায় লাগাতার গোলাগুলির কারণে পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে। হাসপাতালে মৃতের সংখ্যা বেড়েছে"। তিনি আরও লিখেছেন, "মৃত্যুর ঘটনায় হু চুপচাপ হাত গুঁটিয়ে বসে থাকতে পারে না। অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া উচিত"।

Advertisment

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন যে ৭ অক্টোবর হামাসের হামলায় ২৪০ বন্দিকে মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি সম্ভব নয়। তিনি বলেন, যুদ্ধে ইসরায়েল তার "পূর্ণ শক্তি" প্রয়োগ করেছে। ইসরায়েল গাজায় হামাসের ১৬ বছরের শাসনের অবসান ঘটাতে এবং তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি যুদ্ধে ব্যাপক প্রাণহানির জন্য হামাসকে দায়ি করেছেন।

Israel-Palestine clash