Advertisment

Papua New Guinea Massive Landslide: ভয়ঙ্কর ভূমিধসের কবলে গোটা গ্রাম, ঘুমের মাঝেই মৃত কমপক্ষে ১০০, হাহাকার, বুক ফাটা আর্তনাদ!

মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা।

author-image
IE Bangla Web Desk
New Update
Residents say current estimates of the death toll sit above 100, although authorities have not confirmed this figure. (Image for representational purposes)

বাসিন্দারা বলছেন যে মৃতের সংখ্যার বর্তমান অনুমান 100 এর উপরে রয়েছে, যদিও কর্তৃপক্ষ এই সংখ্যাটি নিশ্চিত করেনি। (প্রতিনিধিত্বমূলক উদ্দেশ্যে ছবি)

Papua New Guinea Massive Landslide: ভয়ঙ্কর ভূমিধসে পাপুয়া নিউগিনির কাওকালাম গ্রাম। ঘুমের মধ্যেই মাটি চাপা পড়ে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ৩ টে নাগাদ।

Advertisment

গভীর ঘুমে আছন্ন থাকাকালীন চোখের পলকে মাটির তলায় চলে গিয়েছে গোটা গ্রাম। গ্রামের বেশিরভাগ মানুষই তখন ঘুমে আছন্ন। পাহাড়ের একটা অংশ ধসে পড়ে। মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা। ইতিমধ্যেই মাটির তলা থেকে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু হয়েছে।

পাপুয়া নিউ গিনিতে ভয়ঙ্কর ভূমিধসে কমপক্ষে ১০০ জনের মৃত্যুর খবর মিলেছে। দুর্ঘটনাটি ঘটেছে পাহাড়ের পাদদেশে অবস্থিত কাওকালাম গ্রামে। ভুমিধসের পর উদ্ধার অভিযান চালানোর সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃতদেহ গুলি উদ্ধার করা হয়েছে। এখনও মাটির নিচে অনেকেই আটকে রয়েছেন বলেই উদ্ধারকারী দলের সদস্যদের ধারণা।

ধ্বংসাবশেষ থেকে জীবিত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশ পাপুয়া নিউ গিনিতে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে আজ ভোর তিনটে নাগাদ ভূমিধসের ঘটনা ঘটে।

আরও পড়ুন- < Arvind Kejriwal interview: ‘আমি পদত্যাগ করলে মমতা সরকারেও পতন হবে’, ভোটের মাঝেই বড় সংকেত! >

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিধসের পর ধ্বংসাবশেষের কারণে মৃতের সংখ্যা কর্মকর্তারা নিশ্চিত করেননি, তবে মৃতের সংখ্যা ১০০-এর বেশি হতে পারে। ভূমিধসের কবলে পড়া লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

সূত্র থেকে প্রাপ্ত তথ্যে অনুসারে জানা গিয়েছে ভোর ৩টে নাগাদ হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকার্য্য কিছুটা ব্যাহত হয়।

Landslide
Advertisment