Advertisment

Moscow Concert Hall Attack: নারকীয় হামলা, মৃত বেড়ে ১১৫, চার বন্দুকবাজ সহ ধৃত ১১

গতকাল সন্ধ্যায় এই নারকীয় হত্যার ঘটনায় জড়িত চার সন্দেহভাজন বন্দুকধারী ১১ জনকে এখন পর্যন্ত গ্রেফতার করেছে রাশিয়া। শনিবার এই তথ্য জানিয়েছে ক্রেমলিন।

author-image
IE Bangla Web Desk
New Update
russia attack, moscow attack, moscow concert hall attack, moscow attack, russia attack news, moscow attack news, russia shooting, PM modi on russia attack, ISIS, terrorist attack in russia, russia news indian express"

গতকাল সন্ধ্যায় এই নারকীয় হত্যার ঘটনায় জড়িত চার সন্দেহভাজন বন্দুকধারী ১১ জনকে এখন পর্যন্ত গ্রেফতার করেছে রাশিয়া।

মস্কোর কাছে একটি কনসার্ট হলে নির্বিচারে গুলি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫। এই হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১৮৭ জন। হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী।

Advertisment

রাজধানী মস্কোতে একটি কনসার্ট হলের ভেতরে বন্দুকধারীদের গুলিত এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১১৫ জনের। হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, 'মস্কোতে হামলার সম্ভাবনা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকেই রাশিয়াকে সতর্ক করেছিল'।

গতকাল সন্ধ্যায় এই নারকীয় হত্যার ঘটনায় জড়িত চার সন্দেহভাজন বন্দুকধারী ১১ জনকে এখন পর্যন্ত গ্রেফতার করেছে রাশিয়া। শনিবার এই তথ্য জানিয়েছে ক্রেমলিন।

রাশিয়ার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হামলাকারীদের সঙ্গে ইউক্রেনে যোগাযোগ ছিল। হামলা চালানোর পর সন্ত্রাসবাদীরা রাশিয়া-ইউক্রেনীয় সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিল।

ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, স্পেন এবং ইতালি সহ একাধিক দেশ এই হামলার নিন্দা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলাকে "ভয়ংকর" বলে অভিহিত করেছে এবং বলেছে যে ইউক্রেনের সংঘাতের সঙ্গে এই হামলার কোন তাৎক্ষণিক যোগসূত্র নেই।

russia Terrorist Attack
Advertisment