Advertisment

কেরালায় বিপর্যস্ত বিমানের পাইলট কে ছিলেন, জেনে নিন

কোঝিকোড় বিমান দুর্ঘটনায় যে ১৯ জনের প্রাণ গিয়েছে তার মধ্যে অন্যতম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলট দীপক বসন্ত সাথে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দীপক বসন্ত সাথে

কোঝিকোড় বিমান দুর্ঘটনায় যে ১৯ জনের প্রাণ গিয়েছে তার মধ্যে অন্যতম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলট দীপক বসন্ত সাথে। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল ভূষণ গোখলে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, 'দীপক বসন্ত সাথে পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ৫৮ ব্যাচে ছিলেন। জুলিয়েট স্কোয়াড্রনে সদস্য দীপক ১৯৮১ সালে এয়ার ফোর্স অ্যাকাডেমি থেকে পাস করেন। ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানের পাইলট ছিলেন দীপক বসন্ত সাথে।' ভালো পাইলটের মতই সাথে একজন ভালো স্কোয়াশ খেলোয়াড় ছিলেন বলে জানিয়েছেন গোখলে।

Advertisment

টেবিলটপ বন্দরে বিমান অবতরণ করানোটা মুম্বইয়ের পাওয়াইয়ের বাসিন্দা দীপক বসন্ত সাথের কাছে নতুন নয়। একাধিকবার কোঝিকোড়ে বিমান নিয়ে তিনি গিয়েছেন।

শুক্রবারের রেকর্ড বলছে, বৃষ্টির মধ্যে একাধিকবার বিমান অবতরণের চেষ্টা করেছিলেন পাইলট সাথে। অবতরণের আগে দু'বার বিমানবন্দরের মাথায় চক্কর কাটে যার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান আইএক্স- ১৩৪৪। কিন্তু অবতরণের পরই রানওয়েতে বিমানের চাকা পিছলে যায়। বিমানটি ৩৫ ফুট গভীর খাদে গিয়ে পড়ে দু'টিভাগে ভাগ হয়ে যায়।

বন্দে ভারত মিশনে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান আইএক্স- ১৩৪৪ দুবাই থেকে ১৯০ জন যাত্রী নিয়ে কালিকটে ফিরছিলেন। বিমানে ১০ শিশু, ও ৬ জন ক্রু মেম্বার ছিল। এয়ার ইন্ডিয়া কর্তপক্ষ জানিয়েছে যে, জখম চার ক্রু সদস্যই সুরক্ষিত রয়েছেন।

বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ শনিবার বলেছেন যে, ''নিজের প্রাণ দিয়ে ক্যাপটেন দীপক বসন্ত সাথে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন। বিমানের ইঞ্জিন বন্ধ করে তাৎক্ষণিকতার পরিচয় দিয়েছেন সাথে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Air India kerala
Advertisment