/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-196.jpg)
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর' আমলে দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে।
কোভিড আক্রান্ত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবারই কোভিড ১৯-এর পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাঁর। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রীর শরীরে শরীরে হালকা উপসর্গ রয়েছেন। চিকিৎসকদের একটি দল তাকে পরীক্ষা করে আগামী কয়েকদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের মতে, প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে হালকা কোভিডের লক্ষণ দেখা গেছে।
বৃহস্পতিবারই ভারতীয় বায়ুসেনার কমান্ডারদের সম্মেলনে রাজনাথের যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু কোভিড পজিটিভ হওয়ার কারণে তিনি সেই অনুষ্ঠানে হাজির থাকতে পারছেন না। এবিষয়ে এক সরকারী বিবৃতিতে বলা হয়েছে। "বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতীয় বিমান বাহিনী কমান্ডারদের সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কিন্তু টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কারণে তিনি অনুষ্ঠানে হাজির থাকতে পারছেন না”।
সূত্রের খবর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বর্তমানে হালকা উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। চিকিৎসকদের একটি দল তাকে পরীক্ষা করে বেশ কিছুদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।