এসসিওর মন্ত্রী পর্যায়ের বৈঠকে চিন ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নেবেন, বৈঠকে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনও বিভ্রান্তি রয়েই গিয়েছে। গালওয়ান সংঘর্ষের পর থেকে চিনের সঙ্গে ভারতের সীমান্ত সম্পর্ক নিয়ে রয়ে গিয়েছে উত্তেজনার পারদ। এর মাঝেই চিনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু এবং রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু আগামী সপ্তাহে ভারতে এসসিও বৈঠকে যোগ দিতে ভারত সফরে আসবেন।
সূত্রের খবর আগামী ২৭ এবং ২৮শে এপ্রিল ভারতের সভাপতিত্বে SCO প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অংশ নিতেই ভারতে আসছেন চিনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। গালওয়ান সংঘর্ষের পর চিনের প্রতিরক্ষামন্ত্রীর ভারত সফর অত্যন্ত তাতপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহল।
তবে বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর অংশ নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের অংশগ্রহণের বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। সূত্রের খবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বৈঠকে অংশ নিতে পারেন।
সূত্রের খবর পাকিস্তান ছাড়া, চিন, রাশিয়া সহ অন্যান্য এসসিও সদস্যদেশগুলি বৈঠকে তাদের প্রতিরক্ষা মন্ত্রীদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। যদিও এসসিও সদস্য দেশগুলি এই বিষয়ে এখনও কোন আনুষ্ঠানিক বিবৃতি দেন নি। লি যদি ভারত সফরে আসেন তবে তিন বছর আগে লাদাখে সীমান্ত উত্তেজনার পর এই প্রথম চিনের প্রতিরক্ষামন্ত্রীর ভারত সফর।
প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের পর ৪ঠা ও ৫ই মে গোয়ায় SCO সদস্যদেশের বিদেশ্মন্ত্রী পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হবে। ভারত এই বছর G-20-এর সঙ্গে SCO-তেও সভাপতিত্ব করছে। বৈঠকে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোসহ এসসিও সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা অংশ নেবেন। এসসিও বৈঠকে যোগ দিতে বিলাওয়াল ভুট্টোর ভারত সফরের বিষয়টি ইতিমধ্যেই নিশ্চিত করেছে পাকিস্তান। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়, সন্ত্রাসবাদ সহ একাধি বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহলমহল।
SCO প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে সন্ত্রাসবাদ, আফগানিস্তানের পরিস্থিতি সহ আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এসসিও সদস্য দেশগুলির মধ্যে রয়েছে ভারত, রাশিয়া, চিন, কিরগিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং পাকিস্তান।