স্থগিত হয়ে গেল প্রতিরক্ষা শিল্প সংক্রান্ত মেলা ডেফএক্সপো। এবার গান্ধীনগরে এই মেলা হওয়ার কথা ছিল ১০-১৪ মার্চ। কিন্তু উদ্বোধনের মাত্রা কয়েকদিন আগেই তা স্থগিত করা হল।
কেন স্থগিত হল এই মেলা? কোনও বিশদ ব্যাখ্যা সরকারের তরফে দেওয়া হয়নি। এক বিবৃতিতে শুধু উল্লেখ রয়েছে, 'লজিস্টিক সমস্যার জেরে ১০-১৪-ই মার্চ গুজরাটের গান্ধীনগরে যে ডেফএক্সপো হওয়ার কথা ছিল তা স্থগিত করা হল। মেলার নতুন তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।'
১১ মার্চ এই প্রতিরক্ষা সংক্রান্ত মেলায় প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য পেশের কথা ছিল।
সূত্রের খবর, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ডেফএক্সপো স্থগিতের অন্যতম ব়ড় কারণ। এবার এই মেলায় ৫৫ দেশের প্রায় ৯০০টি স্টল হওয়ার কথা ছিল।
১৯৯৬ সালে ডেফএক্সপোর সূচনা হয়। ১ লক্ষ বর্গমিটারের বেশি এলাকা নিয়ে এই মেলা হয়ে থাকে। মার্কিনিরা সবচেয়ে বড় জায়গা বুক করেছিল। দেশের অংশগ্রহণকারীদের মধ্যে আদানি ও টাটা গোষ্ঠীর অংশীদারিত্ব ছিল সর্ববৃহৎ।
এই প্রদর্শনীতে আসার কথা ছিল ৫০ দেসের প্রতিরক্ষামন্ত্রী বা সশস্ত্র বাহিনীর প্রধানদের। আমন্ত্রিত ছিল