Advertisment

মাঝ আকাশে হুলস্থূল, ওড়ার কিছু সময়ের মধ্যেই বিকল ইঞ্জিন, জরুরি অবতরণ ইন্ডিগো’র বিমানের

সময়মতো বিমানটি নিরাপদে অবতরণ করায় এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা।

author-image
IE Bangla Web Desk
New Update
ndigo, indigo passenger, indigo delhi, indigo flight, indigo delhi mumbai, indigo passenger, indigo emergency exit, indigo bengaluru delhi, indigo drunk passenger, indigo passenger arrest, indigo drunk passenger video",

তোলপাড় ফেলা কাণ্ড।

ইন্ডিগো ফ্লাইটের ইঞ্জিন বিকল, দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ। কোনমতে প্রাণে বাঁচলেন যাত্রীরা। চরম বিশৃঙ্খলা দিল্লি বিমানবন্দরে।

Advertisment

দিল্লী-দেরাদুন বিমানের জরুরি অবতরণ। ইন্ডিগোর দিল্লি থেকে দেরাদুনগামী বিমানটি আকাশে ওড়ার কিছু সময় পরেই ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর বিমানটিকে তড়িঘড়ি দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে।

বুধধবার দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয় ইন্ডিগোর বিমানটিকে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিমানটি দিল্লি থেকে দেরাদুনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। জানা গিয়েছে বিমানের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়। সময়মতো বিমানটি নিরাপদে অবতরণ করায় এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা।  

বিমানটিতে কতজন যাত্রী ছিলেন সে তথ্য এখনো জানা যায়নি। এ ছাড়া বিমানের যাত্রীদের বিকল্প ব্যবস্থা কী হবে তা এখনও বিমানবন্দর সূত্রে জানা যায়নি।

ডিজিসিএ বিষয়টি তদন্ত করছে। এই ঘটনার বিষয়ে, ইন্ডিগোর একজন মুখপাত্র বলেন, যে ‘দিল্লি থেকে দেরাদুনগামী 6E 2134 বিমানে প্রযুক্তিগত সমস্যার কারণে দিল্লিতে ফিরে আসে এবং বিমানটিকে নিরাপদে অবতরণ করা হয়। এয়ারলাইন্স যাত্রীদের অসুবিধার জন্য দুঃখিত’।   

Indigo
Advertisment