Advertisment

দিল্লি পুলিশের কার্যালয় থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী পুলিশ আধিকারিক!

নিজের দফতর থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন দিল্লি পুলিশের এসিপি পদমর্যাদার এক আধিকারিক। ওই পুলিশ আধিকারিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
delhi, দিল্লি

নিজের দফতর থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন দিল্লি পুলিশের এসিপি পদমর্যাদার এক আধিকারিক। প্রতীকী ছবি।

দিল্লি পুলিশের সদর কার্যালয়ের বহুতল থেকে এক পুলিশ আধিকারিকের ঝাঁপ দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। এসিপি পদমর্যাদার এক আধিকারিক এদিন নিজের দফতর থেকে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ওই পুলিশ আধিকারিক আত্মহত্যাই করেছেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। মৃত ওই পুলিশ আধিকারিক প্রেম বল্লভ বলে জানা গিয়েছে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত প্রেম বল্লভ দিল্লি পুলিশের অপরাধ ও ট্র্যাফিক বিভাগে কর্মরত ছিলেন। এ ঘটনা প্রসঙ্গে জেসিপি (সেন্ট্রাল রেঞ্জ) রাজেশ খুরানা জানিয়েছেন, ‘‘বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ উনি ওঁর অফিস থেকে ঝাঁপ দেন।’’ এ ঘটনার পরই তাঁকে লোক নায়েক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন, ভার্মাকে আস্থানার বিরুদ্ধে এফআইআর নথি খতিয়ে দেখার অনুমতি দিল্লি হাইকোর্টের

পুলিশ আধিকারিকের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে অন্য এক আধিকারিক জানিয়েছেন, ‘‘উনি অবসাদে ভুগছিলেন। জিটিবি হাসপাতালে ওঁর চিকিৎসাও চলছিল।’’ ওই পুলিশ আধিকারিক আত্মহত্যাই করেছেন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। আত্মহত্যার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই এ ঘটনায় ওই পুলিশ আধিকারিকের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

Read the full story in English

national news police
Advertisment