/indian-express-bangla/media/media_files/2024/11/18/ZqjtisGM8du44ufQ6771.jpg)
দুষণের দাপটে ধুঁকছে দিল্লি!
Delhi Air Pollution: দিল্লির বাতাসের 'গুণমান' চলতি মরসুমের সবচেয়ে খারাপ পর্যায়ে গিয়েছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় বিমান দেরিতে চলছে। দূষণের কারণে স্কুলগুলি আবারো অনলাইনে মোডে ফিরে যেতে বাধ্য হয়েছে।
ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে দিল্লি ও সংলগ্ন এলাকা। দৃশ্যমানতা কম থাকায় ব্যাহত বিমান পরিষেবা। এয়ার কোয়ালিটি ইনডেক্স ' সিভিয়ার প্লাস' - এ পৌঁছাতেই স্কুল গুলি আবারো অনলাইন মোডে ফিরে যেতে বাধ্য হয়েছে। এদিকে সরকার দূষণ রুখতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।
সিভিয়ার প্লাস ক্যাটাগরিতে পৌঁছেছে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স। সোমবার সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স রেকর্ড করা হয়েছে ৪৮১, যা এই মরসুমের সর্বোচ্চ। IMD দিল্লি সহ আশেপাশের এলাকায় ঘন কুয়াশার কারণে 'কমলা সতর্কতা' জারি করেছে। ঘন কুয়াশা কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায়, বিমান চলাচল ব্যাহত হয়েছে। প্রায় ৩০ মিনিট থেকে এক ঘন্টা দেরি চলছে বিমান।
আরও পড়ুন-যুদ্ধের মাঝেই ইরানে ক্ষমতার রদবদল! কাকে উত্তরসূরি হিসেবে বেছে নিলেন খামেনি?
দিল্লির ৩৯ টি মনিটরিং স্টেশনের বেশিরভাগেই এয়ার কোয়ালিটি ইনডেক্স 'সিভিয়ার প্লাস' ক্যাটাগরিতে রেকর্ড করা হয়েছে (৪৫০+) গাজিয়াবাদ এবং গুরুগ্রামের পরিস্থিতিও সংকটজনক। এই দুটি স্থানে AQI রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৪০০ এবং ৪৪৬ । কুয়াশার ফলে রাস্তার যান বাহনের গতিও বেশ শ্লথ হয়ে পড়েছে। ।
সরকারের নির্দেশে সোমবার থেকে নবম শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল অনলাইন মোডে ফিরেছে। দশম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অফলাইন ক্লাস চালু তঘাকবে। এদিকে দুষণের মাত্রা মাত্রারিক্ত হওয়ায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP) এর চতুর্থ ধাপের অধীনে কঠোর দূষণ প্রতিরোধ ব্যবস্থা দিল্লিতে (NCR) প্রয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় কমিশন সুপারিশ করেছে যে জাতীয় রাজধানী অঞ্চলের (এনসিআর) অফিসগুলিকে ৫০ শতাংশ ক্ষমতায় কাজ করার। বাকীদের বাড়ি থেকে কাজের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট সোমবার দিল্লির বায়ু দূষণ রোধে ব্যবস্থা কার্যকর করার আবেদনের শুনানি করতে চলেছে। শীর্ষ আদালত এই বিষয়ে জরুরিভাবে শুনানির জন্য সম্মত হয়েছে।