/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/INDIGO-Aircraft.jpg)
পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ দিল্লিগামী বিমানের। জানা গিয়েছে ওড়ার মাত্র মিনিট তিনেকের মধ্যে বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায়। ঘটনার জেরে যাত্রীদের মধ্যে চূড়ান্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে সকাল ৯টা ১১ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।
শুক্রবার সকালে পাটনা বিমানবন্দরে দিল্লিগামী ইন্ডিগোর বিমান 6E 2433-এর জরুরি অবতরণ করে। পাটনা বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছেন, 'দিল্লিগামী ইন্ডিগো ফ্লাইট 6E 2433 ছাড়ার তিন মিনিটের পরে ইঞ্জিন বিকল হয়ে যায়। এই কারণে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে'।
Indigo flight 6E 2433 to Delhi, three minutes after departure reported one engine inoperative. The aircraft landed safely at 0911 hours. All operations are normal at the airport: Director, Patna Airport, Bihar https://t.co/maDDC8LPBw
— ANI (@ANI) August 4, 2023
দিল্লিগামী ইন্ডিগোর বিমানটি সকাল ৯টা ১১ মিনিটে পাটনা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। জরুরি অবতরণের খবর পেয়ে যাত্রীদের মধ্যে দেখা দেয় চূড়ান্ত আতঙ্ক। অবতরণের পর সকল যাত্রীকেই বিমান থেকে নিরাপদে বাইরে আনা হয়েছে।