Advertisment

রাজধানীর বুকে হাড়হিম ঘটনা, ক্যাব চালককে টেনে হিঁচড়ে নিয়ে গেল চলন্ত গাড়ি, মৃত্যু, ভিডিও ভাইরাল!

ঘটনার জেরে মাথায় গুরুতর চোট পান বিজেন্দ্র। তার জেরেই মৃত্যু হয়েছে ওই ক্যাব চালকের বলেই অনুমান চিকিৎসকদের।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi hit and run case, hit and drag case, Delhi cab driver dies after being attacked, dragged by car, shocker on camera, taxi driver dragged in Delhi, Kanjhawala drag case, mahipalpur hit and drag case,",

ঘটনার জেরে মাথায় গুরুতর চোট পান বিজেন্দ্র। তার থেকে মৃত্যু হয়েছে ওই ক্যাব চালকের বলেই অনুমান চিকিৎসকদের।

ফের শিরোনামে দিল্লি। এক ক্যাব চালককে রাস্তার মাঝখানে ২০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভয়ঙ্কর ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনার বীভৎসতা দেখে শিউরে উঠেছেন সকলেই। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি কীভাবে প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছেন। এই সময়ে গাড়ির চালককে গাড়ির সঙ্গে ঝুলে রয়েছেন। পিছন থেকে আসা কোন এক ব্যক্তি অথবা গাড়িতে বসা কেউ তার ফোনে এই ঘটনার ভিডিও রেকর্ড করেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisment

ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা চালকের গাড়িটি ছিনতাই করার চেষ্টা করে। সেই সময় চালক বাঁধা দেওয়ার চেষ্টা করতেই ঘটে যায় এই হাড়হিম ঘটনা। এ ঘটনায় নিহত ক্যাব চালক নিহত হয়েছেন। গোটা ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ঘটনাটি দক্ষিণ দিল্লির মহিপালপুর এলাকায়।

পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম  বিজেন্দ্র। বয়স ৪৩। তিনি ফরিদাবাদের বাসিন্দা। বর্তমানে পুলিশ এ ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই ঘটনার আরও একটি ভিডিও ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে অভিযুক্তরা গাড়িটি ছিনতাইয়ের পর চালককে আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। পাশ দিয়ের চলে যাচ্ছে একের পর এক দ্রুত গতির গাড়ি। কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেয় নি।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে মাথায় গুরুতর চোট পান বিজেন্দ্র। তার থেকে মৃত্যু হয়েছে ওই ক্যাব চালকের বলেই অনুমান চিকিৎসকদের।  

delhi Road Accident
Advertisment