যত সময় এগোচ্ছে অশান্ত হচ্ছে কৃষক বিদ্রোহ। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কৃষকদের 'দিল্লি চলো' আন্দোলন ক্রমশই কঠিন পরিস্থিতি তৈরি করছে। যদিও রাজধানীতে পৌঁছতে তাঁদের সামনে রয়েছে প্রচুর পুলিশি বাধা। যদিও এইসব ব্যারিকেডকে ভেঙেই এগিয়ে চলছেন কৃষকরা। বিদ্রোহের মাঝেই শুক্রবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক কৃষকের। যা ঘিরে অশান্ত হয়েছে রোহতক।
এদিকে, কৃষকদের সমর্থন জানাতে পানিপথে পৌঁছেছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। টুইটে এদিন মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দেন তিনি।
পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দিল্লির সমস্ত সীমান্ত আটকে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। যদিও দিল্লি পুলিশের তরফে এদিন স্বরাষ্ট্র দফতরের কাছে আবেদন জানান হয় ন'টি স্টেডিয়ামকে কারাগারে পরিণত করার জন্য। যদিও এখনও সেই আবেদনে সিলমোহর দেয়নি প্রশাসন।
আরও পড়ুন, কৃষক বিদ্রোহে উত্তাল দিল্লি, ‘শান্ত হোন’ আর্জি রাজনাথ-নরেন্দ্রর
বিদ্রোহী কৃষকদের তরফে সাফ জানান হয় তাঁদের কেউ আটকাতে পারবে না। সংযুক্ত কিষাণ মোর্চা এবং অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটির একটি যৌথ বিবৃতিতে জানান হয় প্রায় ৫০ হাজারেরও বেশি কৃষক দিল্লি পৌঁছবেন। সংখ্যা আরও বাড়তে পারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা গাড়ি, ট্র্যাক্টর, লরি, জিপ বিভিন্ন যানবাহনের মাধ্যমে ইতিমধ্যেই রাজধানী অভিমুখে যাত্রা করেছেন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন