অগুস্তা ওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলায় রাজীব সাক্সেনাকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল দিল্লি আদালত। আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুবাইয়ের ব্যবসায়ীকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে এইমস হাসপাতালে সাক্সেনার শারীরিক পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছেন বিশেষ বিচারক অরবিন্দ কুমার। বুধবার দুপুর ২টোর মধ্যে সাক্সেনার শারীরিক পরীক্ষার রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারক।
আরও পড়ুন, অগুস্তা ওয়েস্টল্যান্ড মামলায় মিচেলের জেল হেফাজত
উল্লেখ্য, আজই সাক্সেনার ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। তদন্তের স্বার্থে সাক্সেনাকে আর হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই বলে জানায় ইডি। গত শুক্রবার দুবাইয়ের ব্যবসায়ীকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছিল ইডি। এই মামলায় ইডির পেশ করা চার্জশিটে অন্যতম অভিযুক্তের তালিকায় নাম রয়েছে রাজীব সাক্সেনার। চার্জশিটে নাম রয়েছে সাক্সেনার স্ত্রী শিবানীরও। এছাড়া নাম রয়েছে ক্রিস্টিয়ান মিশেল, প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগীর।
এর আগে, বিশেষ বিচারক অরবিন্দ কুমারের সঙ্গে আলাদা করে কথা বলার আর্জি জানিয়েছিলেন সাক্সেনা। এরপরই গোটা প্রক্রিয়া আদালতে ‘ইন-ক্যামেরা’ করার নির্দেশ দেওয়া হয়।
অগুস্তা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার মামলায় মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিশেলকে আগেই জেল হেফাজতে পাঠিয়েছে দিল্লির এক আদালত। গত ২২ ডিসেম্বর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করে।
Read the full story in English