Advertisment

মদ কেলেঙ্কারিতে সিসোদিয়াকে তলব করল সিবিআই, আগামীকালই হাজিরার নির্দেশ

সূত্রের খবর মণীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একটি প্রশ্নের তালিকাও তৈরি করেছে সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
Manish Sisodia

কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র! বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক সিসোদিয়া

মদ কেলেঙ্কারি মামলায় আগামীকাল সকাল ১১টায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সমন পাওয়ার পর মনীশ সিসোদিয়া একটি টুইট করেছেন। টুইট বার্তায় তিনি লেখেন, “সিবিআই আগামীকাল আমাকে (১৭ ই অক্টোবর) সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। সদর দফতরে হাজির হয়ে সিবিআইকে তদন্তে সার্বিক সহযোগিতা করব"। এর আগে মদ কেলেঙ্কারি মামালায় সিসোদিয়ার বাড়িতেও হানা দেয় সিবিআই। সূত্রের খবর মণীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একটি প্রশ্নের তালিকাও তৈরি করেছে সিবিআই।

Advertisment

এদিকে সমন পাওয়ার পরই দিল্লির উপমখ্য মন্ত্রী রবিবার বলেছেন যে তিনি সিবিআই সদর দফতরে গিয়ে সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, “সিবিআই ১৪ ঘন্টা ধরে আমার বাড়িতে অভিযান চালিয়েছে। আমার ব্যাঙ্কের লকার তল্লাশি করেছে কিন্তু কিছুই পাওয়া যায়নি। আমার গ্রামে গিয়েও তারা কিছুই পায়নি। এখন আমাকে আগামীকাল সকাল ১১টায় সিবিআই সদর দফতরে ডাকা হয়েছে। আমি দফতরে হাজির হয়ে তদন্তে পূর্ণ সহযোগিতা করব।”

মদ কেলেঙ্কারিতে বিজেপি ইতিমধ্যেই আরও চাপে রেখেছে আপ সরকারকে। গত মাসেই দিল্লিতে বিজেপির তরফে স্টিং অপারেশনের একটি ভিডিও সামনে আনা হয়। বিজেপি আম আদমি পার্টি (আপ) এবং দিল্লির ডেপুটি সিএম মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ এনে কুলবিন্দর মারওয়াহের দুটি ভিডিও সামনে এনেছে বিজেপি। কুলবিন্দর মারওয়াহ সম্পর্কে সানি মারওয়াহর বাবা। সানি মারওয়াহ মদ কেলেঙ্কারিতে সিবিআই স্ক্যানারে রয়েছেন। বিজেপির অভিযোগ, কুলবিন্দর মারওয়াহ সেই ব্যক্তি যিনি নিজেই মনীশ সিসোদিয়ার হাতে টাকা তুলে দিচ্ছেন।

আরও পড়ুন : < ‘কালাজাদু বলি’ মামলায় সক্রিয় জাতীয় মানবাধিকার কমিশন, একমাসের মধ্যে জবাবদিহির নির্দেশ >

মদ কেলেঙ্কারির অভিযোগে গত অগাস্টে মণীশ সিসোদিয়ার বাড়িতে অভিযান চালায় সিবিআই। তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ক্যান করেছে সিবিআই আধিকারিকরা। কেজরিওয়াল সহ সিসোদিয়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি নিয়ে বিজেপিতে একহাত নিয়েছেন।

ভিডিও নিয়ে সাংবাদিক সম্মেলনে মনীশ সিসোদিয়া বলেন, "বিজেপি অনেকদিন ধরেই মদ কেলেঙ্কারি নিয়ে চিৎকার করছে, কখনও বলছে ১৩০০ কোটি, কখনও ৫হাজার কোটি, কখনও ৫০০ কোটি, কখনও ১৪৪ কোটির হিসেব দেখাচ্ছে। সিবিআইয়ের তরফে এফআইআর দায়ের করা হয়েছে। সিবিআই তল্লাশি কিছু না পেয়ে বিজেপি নতুন নাটক সামনে এনেছে। আমার কাছেও এরকম অনেক ভিডিও আছে। ওটা (বিজেপির) স্টিং অপারেশন নয় ওটা একটা রসিকতা" । এবার মদ কেলেঙ্কারি মামলায় সরাসরি সিসোদিয়াকে তলব করল সিবিআই।

delhi cbi Manish Sisodia
Advertisment