Earthquake Latest News: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-এনসিআর। জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৭.১। বিকেল ৫টা ৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় বলে খবর। কম্পন আতঙ্কে দিল্লিতে ঘর ছেড়ে রাস্তায় মানুষ।
আরও পড়ুন: ‘এই ছাদ থেকে ওই ছাদ’ পুলিশের হাত থেকে পালালেন আটক চন্দ্রশেখর আজাদ
উল্লেখ্য, গত ১৯ নভেম্বরে নেপালে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৩। কম্পনের প্রভাব পড়েছিল দিল্লিতে। সন্ধে ৭টা নাগাদ কম্পন অনুভূত হয়েছিল। সেবার ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
এর আগে গত সেপ্টেম্বরে দিল্লি-এনসিআরে কম্পন অনুভূত হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে সূত্রে জানা গিয়েছিল, ভূমিকম্পের উৎসস্থল পাকিস্তানের নিউ মীরপুর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৮। দিল্লি-এনসিআরের পাশাপাশি জম্মু-কাশ্মীরেও মৃদু কম্পন অনুভূত হয়। বিকেল ৪টে ৩৩ মিনিট নাগাদ ভূমিকম্প হয়েছিল।
Read the full story in English