Advertisment

সিবিআই ম্যারাথন জেরার মুখে গ্রেফতারির আশঙ্কা মুখ্যমন্ত্রীর? তুঙ্গে জল্পনা

ইডি এবং সিবিআই আদালতকে বিভ্রান্ত করেছে, মারাত্মক অভিযোগ মুখ্যমন্ত্রীর

author-image
IE Bangla Web Desk
New Update
Arvind Kejriwal,aam aadmi party,Delhi CM Kejriwal,Manish Sisodia,Delhi Excise Policy Scam,CBI summons,Kejriwal,CBI To Question Arvind Kejriwal

দিল্লি মদ কেলেঙ্কারিতে আজ রবিবার সিবিআই ম্যারাথন জেরার মুখে হাজির হবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি সরকার সোমবার বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডেকেছে, কেজরিওয়ালকে সিবিআইয়ের নোটিশ নিয়ে বিধানসভায় আলোচনার সম্ভাবনা রয়েছে।

Advertisment

মদ কেলেঙ্কারির ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আজ রবিবার তলব করেছে তলব করেছে সিবিআই। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রবিবার সকালে কেজরিওয়ালের সঙ্গেই সিবিআই অফিসে যাবেন। দিল্লির মুখ্যমন্ত্রীকে মদ কেলেঙ্কারি মামলার সাক্ষী হিসাবে তলব করা হয়েছে। এই একই মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে ২৬ ফেব্রুয়ারি সিবিআই গ্রেফতার করে।

সিবিআই রবিবার সকাল ১১ টায় কেজরিওয়ালকে হাজিরার নির্দেশ দেয়। এরপরই গতকাল এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেন, ‘কোনও মদ নীতি কেলেঙ্কারির ঘটনায় ঘটেনি, সিসোদিয়াকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’। পাশাপাশি রবিবার সিবিআই অফিসে হাজির হবেন বলেও জানান কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাদের হলফনামায় মিথ্যা বলেছে এবং মণীশ সিসোদিয়াকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

তিনি বলেন, ইডি এবং সিবিআই আদালতকে বিভ্রান্ত করেছে এবং সিসোদিয়াকে ফাঁসানোর জন্য আদালতেও মিথ্যা বলছে ইডি-সিবিআই। তিনি যোগ করেছেন যে দুটি সংস্থার বিরুদ্ধে “মিথ্যা প্রমাণ এবং মিথ্যা প্রমাণ উপস্থাপনের” জন্য উপযুক্ত মামলা দায়ের করা হবে। এই মামলায় সিসোদিয়াকে ফেব্রুয়ারিতেই গ্রেফতার করেছিল সিবিআই।

তিনি আরও অভিযোগ করেন দুটি কেন্দ্রীয় সংস্থা “প্রতিদিন কাউকে না কাউকে ধরছে এবং হুমকি দেওয়া হচ্ছে, মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে”, তাদের বাধ্য করা হচ্ছে কথিত মদ কেলেঙ্কারির ঘটনায় দিল্লির মন্ত্রীদের সামনে আনার জন্য। কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে কেজরিওয়াল বলেন, “আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, কী হচ্ছে?” আপ প্রধান এদিন বলেন, ‘দিল্লি মদ কেলেঙ্কারির ঘটনায় ১০০ কোটির কথা বলা হচ্ছে, সিসোদিয়ার থেকে একটাকাও পায়নি ইডি-সিবিআই, তাও তাঁকে আটক করে রাখা হয়েছে’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে কেজরিওয়াল বলেন, “মোদিজি, কেজরিওয়াল দুর্নীতিবাজ হলে কেউ সৎ নয়।”

তিনি আরও বলেন,  "রবিবার সিবিআই আমাকে ডেকেছে এবং আমি অবশ্যই যাব। অরবিন্দ কেজরিওয়াল যদি দুর্নীতিগ্রস্ত হন তাহলে এই পৃথিবীতে সৎ কেউ নেই... যদি বিজেপি সিবিআইকে গ্রেফতারের নির্দেশ দেয়। তাহলে সিবিআই অবশ্যই তাদের নির্দেশ মেনে চলবে।"

দলের তরফে কেজরিওয়ালের জন্য সমনকে একটি “ষড়যন্ত্র” বলে অভিহিত করা হয়েছে। আপ নেতা অতীশি এই সমনকে “বিরোধীদের নির্মূল করার জন্য বিজেপির ফর্মুলা” বলে উল্লেখ করেছেন।  আপের জাতীয় মুখপাত্র এবং ক্যাবিনেট মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, "এই ঘটনা নজিরবিহীন”।

Arvind Kejriwal cbi
Advertisment