দিল্লি মদ কেলেঙ্কারিতে ইডির সমনের পরিপ্রেক্ষিপ্তে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয় কবিতা ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিসে পৌঁছেছে। দিল্লির মদ কেলেঙ্কারিতে আজ দ্বিতীয় বার তাঁকে জেরা করতে চলেছে ইডি। ১৬ মার্চ কবিতাকে জিজ্ঞাসাবাদের জন্যও ডাকা হয়েছিল, কিন্তু সুকৌশলে হাজিরা এড়ান। জিজ্ঞাসাবাদের আগে দিল্লিতে কেসিআরের বাড়ির বাইরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগে ১১ মার্চ কবিতাকে ৯ ঘণ্টা জেরা করেছিল ইডি। এ সময় তাকে হায়দরাবাদের ব্যবসায়ী অরুণ রামচন্দ্রন পিল্লাইয়ের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয়।
দিল্লির মদ কেলেঙ্কারির ঘটনায় ইতিমধ্যেই ইডি কবিতা ঘনিষ্ঠ ব্যবসায়ী পিল্লাইকে গ্রেফতার করা হয়েছে। তাকে 'সাউথ গ্রুপ'-এর ফ্রন্টম্যান বলেও উল্লেখ করেছে ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) অধীনে তার বক্তব্য রেকর্ড করা হয়েছে। ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে ১৫ মার্চ বুধবার সুপ্রিম কোর্টে আবেদন করেন কবিতার আইনজীবী। সুপ্রিম কোর্ট এই বিষয়ে ২৪ মার্চ শুনানি করবে, যদিও আদালত কবিতাকে কোনও অন্তর্বর্তীকালীন স্বস্তি দেয়নি।
কবিতা ইডি-র তলবের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। তার ফোন বাজেয়াপ্ত করার বিষয়েও চ্যালেঞ্জ করেছেন কবিতা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কেসিআরের মেয়ে কবিতা বুধবার দিল্লিতে ১৩টি বিরোধী দলের সঙ্গে বৈঠক করেন । এ সময় তিনি সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে মহিলা সংরক্ষণ বিল পেশ করার দাবি জানান। বৈঠকে সুশীল সমাজের সদস্যরাও উপস্থিত ছিলেন।